কলকাতা বিভাগে ফিরে যান

বিদ্যাসাগর সেতুর ওপর চাপ কমাতে বিশেষ পণ্যবাহী ফেরি পরিষেবার পরিকল্পনা রাজ্যের

January 24, 2022 | < 1 min read

প্রতীকী ছবি

বিদ্যাসাগর সেতুর ওপর চাপ কমাতে শালিমার থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর পর্যন্ত বিশেষ পণ্যবাহী ফেরি পরিষেবা শুরু করতে চলেছে রাজ্য সরকার। রো-রো ফেরি নামে বিশেষ ধরণের এই পরিষেবায় পণ্যবোঝাই ট্রাক সরাসরি বড় জলযানে উঠিয়ে দেওয়া যাবে। গন্তব্যে পৌঁছলে আবার পণ্যবাহী যানটিকে চালিয়ে জলযান থেকে নামিয়ে ফেলা যাবে। এর ফলে পরিবহণের খরচও বাঁচবে বলে দাবি পরিবহণ মন্ত্রী ফিরহাদ হামিকের।

সম্প্রতি রাজ্যের পরিবহণ ব্যবস্থার উন্নয়নের জন্য ১,১০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। সেই টাকা কী ভাবে খরচ করা যেতে পারে তা নিয়ে সোমবার দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন ফিরহাদ। সেখানে ঠিক হয়েছে বিদ্যাসাগর সেতু ও শালিমার সেতুর ওপর চাপ কমাতে চালু হবে রো – রো ফেরি। এই ফেররি মাধ্যমে কলকাতা বন্দর থেকে পণ্যবোঝাই ট্রাক হুগলি নদী পেরিয়ে সরাসরি পৌঁছে যাবে শালিমারে। এক একটি জলযান এক একবারে ৮টি করে ট্রাক বহন করতে পারবে। এর ফলে রাস্তার ওপরেও চাপ কমবে। কমবে যানজট।

এছাড়া বিভিন্ন জায়গায় হুগলি নদীর জেটিগুলির সংস্কারের পরিকল্পনা করছে রাজ্য সরকার। তার তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

#firhad hakim, #Transport Depertment, #Ro Ro Ferry, #Kolkata

আরো দেখুন