রাজ্য বিভাগে ফিরে যান

মার্চেই বালিগঞ্জ, আসানসোল লোকসভা উপনির্বাচন, ফেব্রুয়ারিতে জারি হতে পারে বিজ্ঞপ্তি

January 25, 2022 | < 1 min read

রাজ্যে ফের ভোটপুজো। সব ঠিকঠাক থাকলে আগামী মার্চেই ফের রাজ্যের দুই আসনে উপনির্বাচন হতে পারে। যার জন্য ফেব্রুয়ারির শুরুতেই বিজ্ঞপ্তি জারি হতে পারে। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে এমন খবরই পাওয়া গেল।

জানা গিয়েছে, বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচন এবং আসানসোলে লোকসভা উপনির্বাচন হওয়া বাকি। সেই দুই উপনির্বাচনই একসঙ্গে করতে চায় নির্বাচন কমিশন। মার্চের প্রথম দুই সপ্তাহের মধ্যেই ভোটপ্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। সূত্রের খবর, উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের শেষ দফা অর্থাৎ ৭ মার্চই একসঙ্গে বালিগঞ্জ ও আসানসোলের উপনির্বাচন হতে পারে। তেমনটা হলে ফেব্রুয়ারির শুরুতেই বিজ্ঞপ্তি জারি করতে পারে নির্বাচন।

বালিগঞ্জ আসনে বিধানসভা ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। নির্বাচনে জয়ী হওয়ার পর রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর আসনে বসেন তিনি। কিন্তু গত বছর ৪ নভেম্বর ৭৫ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ফলে সেই আসনটি আপাতত বিধায়ক শূন্য।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Bypolls

আরো দেখুন