ন্যাশানাল ভোটার্স ডে উপলক্ষে বাংলার ৩ জেলাশাসককে পুরস্কার দেবে নির্বাচন কমিশন
আগামীকাল ২৫ জানুয়ারি ন্যাশানাল ভোটার্স ডে। সেই উপলক্ষ্যে রাজ্যের তিন জেলাশাসককে পুরস্কৃত করবে জাতীয় নির্বাচন কমিশন। সমস্ত জেলাশাসকদের মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে এই তিন জনকে। তাঁরা হলেন, নদিয়ার জেলাশাসক শশাঙ্ক শেঠি, জলপাইগুড়ির মৌমিতা গোদারা বসু এবং বাঁকুড়ার কে. রাধিকা আইয়ার।
ভোট দেওয়া একজন নাগরিকের মৌলিক অধিকার। সে কথাই মানুষকে নানাভাবে বুঝিয়েছেন জেলাশাসকরা। ভোটের গুরুত্ব প্রচারের জন্য কোনও জেলায় আনা হয়েছে নতুন অ্যাপ, আবার কোথাও আরও অভিনব কোনও পদক্ষেপ করেছে জেলা প্রশাসন। সেইসব কারণেই এই তিন জেলাশাসকের ঝুলিতে আসছে নির্বাচন কমিশনের তরফে এই অ্যাওয়ার্ড।
জাতীয় নির্বাচন কমিশনের এ রাজ্যের সিইও দফতর, ন্যাশানাল ভোটার্স ডে-র অ্যাওয়ার্ডের জন্য এই তিন জেলাশাসককে বেছে নিয়েছে। বিভিন্ন সময় সে ভোটের আগে হোক বা পরে নিজেদের কাজে চমকে দিয়েছেন এই আইএএস অফিসাররা। বিধানসভা নির্বাচন থেকে শুরু করে বছরের বাকি সময়, ভোটারদের সচেতন করার কাজে তাঁদের আর জুড়ি নেই। সেই কাজের ভিত্তিতেই রাজ্যের সেরা তিন জেলাশাসক পুরস্কার পাচ্ছেন।