রাজ্য বিভাগে ফিরে যান

‘আমি এর মধ্যে নেই’ বলে জয়প্রকাশ-রীতেশ ইস্যুতে বিজেপির অস্বস্তি বাড়ালেন দিলীপ?

January 26, 2022 | < 1 min read

তিনি এখন আর রাজ্য বিজেপির সভাপতি নন৷ অতএব জয়প্রকাশ মজুমদার (Jay Prakash Majumdar) এবং রীতেশ তিওয়ারির (Ritesh Tiwari) সাসপেনশন নিয়ে তাঁর বিশেষ কিছু বলার নেই৷ সরাসরি বল ঠেলে দিলেন দায়িত্বে থাকা নেতাদের কোর্টে৷ অতীতে নানা ইস্যুতে বেফাঁস মন্তব্য করে দলকে বেকায়দায় ফেলে দেওয়া দিলীপ ঘোষ (BJP MP Dilip Ghosh) বিজেপির এমন কঠিন পরিস্থিতিতে আগ বাড়িয়ে কিছু না বলাই ঠিক মনে করেছেন৷


সম্প্রতি বিজেপির রাজ্য পদাধিকারীদের কমিটি ঘোষণা করা হয়েছে৷ ওই কমিটি থেকে ছেঁটে ফেলা হয়েছে দলের পুরনো নেতাদের৷ এরপর থেকেই বিজেপির অন্দরে কার্যত যুদ্ধের দামামা বেজে গিয়েছে৷ শান্তনু ঠাকুরের নেতৃত্বে জোট বাঁধেন কমিটি থেকে বাদ পড়া নেতারা৷ এই আবহে দলবিরোধী কাজের অভিযোগে রীতেশ তিওয়ারি এবং জয়প্রকাশ মজুমদারকে প্রথমে শো-কজ ও পরে সাময়িক বরখাস্ত করে বিজেপি৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে চাঁচাছোলা ভাষায় দলের বর্তমান নেতৃত্বকে সরাসরি কাঠগড়ায় তোলেন৷


এই সব নিয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি শুধু বলেন, ‘বিষয়টির দায়িত্বে যাঁরা রয়েছেন তাঁরা দেখবেন৷ আমি এর মধ্যে নেই৷’ এর সঙ্গে আরেকটু জুড়ে তিনি জানান, যাঁরা যোগ্য স্থান পাননি বলে হতাশা প্রকাশ করছেন তাদের জন্য দলে বলার জায়গা রয়েছে৷ সেখানে না বলে সোশ্যাল মিডিয়া বা সংবাদ মাধ্যমে বলে কোনও লাভ হবে না৷ রাজনৈতিক মহলের মতে, বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বিজেপি৷ নানা সমস্যায় জর্জরিত দল৷ এই পরিস্থিতিতে বিশেষ কিছু না বলে দলের অস্বস্তি না বাড়ালেও দিলীপ ঘোষের মন্তব্যে পরিষ্কার, তিনি এর ভাগীদার হতে চান না৷

TwitterFacebookWhatsAppEmailShare

#dilip ghosh, #BJP West Bengal, #jay prakash Majumdar, #Ritesh Tiwari

আরো দেখুন