সামান্য বাড়লেও তিন লক্ষের নীচেই দেশের দৈনিক করোনা সংক্রমণ
পাঁচ দিন পর মঙ্গলবার দেশে করোনা সংক্রমণ নেমেছিল তিন লক্ষের নীচে। বুধবারও তা অব্যাহত রইল। তবে মঙ্গলবারের তুলনায় বাড়ল আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন, দু’লক্ষ ৮৫ হাজার ৯১৪ জন। মঙ্গলবার যা ছিল দু’লক্ষ ৫৫ হাজার ৮৭৪। গত ২৪ ঘণ্টায় সারা দেশে মৃত্যু হয়েছে ৬৬৫ জনের। যা মঙ্গলবারের তুলনায় বেশি। সংক্রমণের হার ১৬.১৬ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার ১৭.৩৩ শতাংশ। এ ক্ষেত্রেও সংক্রমণের হার মঙ্গলবারের তুলনায় বুধবার সামান্য বেড়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে মোট ৭২ কোটিরও বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে ১৭ লক্ষ ৬৯ হাজার ৭৪৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ১৬৩ কোটি ৫৮ লক্ষ টিকা দেওয়া হয়েছে।
করোনা সংক্রমণের নিরিখে বিশ্বে আমেরিকার পরই রয়েছে ভারত। দেশে এখনও পর্যন্ত চার কোটিরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আমেরিকায় মোট আক্রান্তের সংখ্যা সাত কোটিরও বেশি।