উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

বাড়ির শৌচাগারের সামনে চিতাবাঘ! কোচবিহার শহরের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় জারি ১৪৪ ধারা

January 27, 2022 | < 1 min read

ঘুমচোখে শৌচাগারের দিকে এগচ্ছিলেন। কিন্তু সামনে ওটা কী? চিতাবাঘের আতঙ্কে ঘুম ছুটল মনোজবাবুর। বৃহস্পতিবার সকালবেলা হুলস্থুল কাণ্ড কোচবিহার শহরের ৩ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকায়। চিতাবাঘের উপস্থিতির কথা ছড়িয়ে পড়তেই ভিড় জমে গিয়েছে জনৈক মনোজ সরকারের বাড়ির সামনে।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে মনোজবাবুর বাড়ির শৌচাগারের সামনে একটি চিতাবাঘ দেখতে পাওয়া যায়। এই খবরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। মুহূর্তের মধ্যে ভিড় জমে যায়। খবর পেয়ে আসেন বন দপ্তরের কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশও। তবে এত সংখ্যক কৌতুহলী মানুষকে সামলাতে হিমশিম খায় পুলিশ। কেউ কেউ চিতাবাঘ দেখতে পাঁচিল ডিঙিয়ে ঘরের ভিতরে যাওয়ার চেষ্টা করেন। এর মধ্যে ওই জায়গায় ১৪৪ ধারা জারি হয়।

ইতিমধ্যেই চিতাবাঘটিকে চিহ্নিত করা গিয়েছে বলে বন দপ্তর সূত্রে খবর। চিতাটিকে বাগে আনতে বেগ পতে হয় বন দফতরের কর্মীদের। মনোজবাবুর বাড়ির ভিতরেই শুরু হয় জাল পাতার কাজ। কয়েক ঘণ্টার চেষ্টায় অবশেষে চিতাবাঘটিকে বন্দি করেন বন দপ্তরের কর্মীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Coochbehar, #Cheetah

আরো দেখুন