রাজ্য বিভাগে ফিরে যান

ফের ড্রপ বক্সে পুর-প্রার্থীর খোঁজ! রাজ্য বিজেপিকে কটাক্ষ তৃণমূলের

January 27, 2022 | 2 min read

বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের পর এবার উত্তর ২৪ পরগনা। পুরভোটে প্রার্থী খুঁজতে ফের ড্রপ বক্স বসানোর সিদ্ধান্ত বিজেপি-র। বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা কার্যালয়ে চারটি আলাদা আলাদা ড্রপ বক্স বসানো হল। এই চারটি পুরসভা হল হাবড়া, অশোকনগর-কল্যাণগড়, বারাসাত ও মধ্যমগ্রাম।

গেরুয়া শিবিরের দাবি, পুরভোটে প্রার্থী নির্বাচনে স্বচ্ছতা ও মান বজায় রাখতেই এই সিদ্ধান্ত। বারাসাত সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তাপস মিত্রর দাবি, ‘ভাল প্রার্থী খুঁজতে এই উদ্যোগ। আলাদা আলাদা ড্রপ বক্স বসানো হয়েছে। এভাবেই যোগ্য প্রার্থী মিলবে। ভোটের দিন ঘোষণা হলেই প্রার্থী তালিকা ঘোষণা করে হবে।’

প্রার্থী খুঁজতে বিজেপি-র ড্রপ বক্স বসানো নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল শিবির। বারাসাত পুরসভার প্রশাসক ও তৃণমূল নেতা সুনীল মুখোপাধ্যায় বলেছেন, ‘বিজেপি-র এমনই হাল যে পুরভোটের প্রার্থী খুঁজে পাচ্ছে না। ড্রপ বক্স বসিয়ে খুঁজতে হচ্ছে।’

এর আগে বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলা অফিসেও ড্রপ বক্স বসিয়ে পুরভোটের প্রার্থী খোঁজার সিদ্ধান্ত নেয় বিজেপি। ভোটের ফলাফলেই স্পষ্ট হবে ড্রপ বক্স কৌশল কতটা ডিভিডেন্ট দিল গেরুয়া শিবিরকে।

অন্যদিকে, বিজেপির রাজ্য কমিটির পর জেলা কমিটিতে রদবদল ঘিরে জেলায় জেলায় সামনে চলে এসেছে অসন্তোষ। নতুন জেলা কমিটি ঘোষণা হওয়া মাত্রই বীরভূম বিজেপিতে ক্ষোভ বড় আকার নিল। বোলপুর সাংগঠনিক জেলা কমিটিতে জায়গা না পাওয়ায় বীরভূম জেলা বিজেপির সোশাল মিডিয়ার ইনচার্জের দায়িত্ব ছাড়লেন কৃশানু সিংহ। ফেসবুক লাইভে জেলা নেতৃত্বকে তীব্র আক্রমণ করে পদত্যাগের কথা ঘোষণা করেন এই বিক্ষুব্ধ নেতা। তিনি বলেন, ‘বোলপুর সাংগঠনিক জেলায় রয়্যাল বেঙ্গল টাইগার কমিটি গঠন হয়েছে। যারা সদ্য দলে এসেছে তারা জায়গা পেয়েছে। আমরা দীর্ঘদিন দল করে এই পেলাম!’

শুধু কৃশানু নন, নতুন জেলা কমিটির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন একের পর এক নেতা। দলীয় নেতাদের অসন্তোষ সামনে এলেও, গুরুত্ব দিচ্ছে না বিজেপি নেতৃত্ব।

TwitterFacebookWhatsAppEmailShare

#barasat, #Municipal Election, #bjp, #tmc, #North 24 Parganas, #West Bengal Politics

আরো দেখুন