খড়গপুরে উল্টো জাতীয় পতাকা উত্তোলন, বিড়ম্বনায় বিজেপি বিধায়ক হিরণ
টলিউডে অভিনয় কেরিয়ার ক্রমশ নিম্নমুখী। শেষ কবে হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের মনে নেই সমালোচকদের। ট্র্যাক বদলে বিজেপিতে গিয়ে ভোটে দাঁড়িয়েই বিধায়ক। খড়গপুর সদরে বিধায়ক হিরণ চট্ট্যোপাধ্যায়, যদিও তিনি এখন নিজেকে রাজনীতিতে অভিভাবক হীন বলেই দাবি করছেন। এর মাঝেই উল্টো পতাকা তুলে হাসির পাত্র হয়ে উঠলেন খড়গপুর সদরের বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্ট্যোপাধ্যায়।
যদিও বিশেষজ্ঞরা তাজ্জব বনে যাচ্ছেন হিরণের কথা শুনে। হাওয়া দিলে পতাকা দড়ি বাঁধা অবস্থায় উল্টে যায় কীভাবে? এমনিতেই নিজের দলের সাংসদ তথা প্রথম সারির নেতা দিলীপ ঘোষের সঙ্গে বিবাদের খবরে বারবার শিরোনামে উঠে এসেছেন হিরণ। কিন্তু সাধারণতন্ত্র দিবসের দিন এহেন ভুল কাজ করে সমালোচিত ‘হিরো’ হিরণ।
সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে নিজের বিধানসভা এলাকায় জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপি বিধায়ক। তখনই ঘটালেন বিপত্তি। নিজের হাতেই উল্টো জাতীয় পতাকা তুললেন হিরণ, তাও আবার সাধারণতন্ত্র দিবসের দিন। আর সেই ভিডিও ভাইরাল হতেই হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে হিরণ নিজের হাতে করেই উল্টো পতাকা তুলছেন।
যদিও সেই ভুল বুঝতে পেরেই কিছুক্ষণ বাদে সেই পতাকা নামিয়ে ফের সোজা করে উত্তোলন করেন। যদিও বিধায়ক হিরণ দাবি করেছেন এতে তাঁর কোনও দোষ নেই। পুরো দোষটা প্রকৃতির। ‘এত জোরে হাওয়া দিচ্ছিল তাই পতাকা উল্টে যায়, সেটা দেখতে পেয়েই ফের ঠিক করে উত্তোলন করি।’