দেশ বিভাগে ফিরে যান

দেশের সবচেয়ে ধনী রাজনৈতিকদল বিজেপি, সম্পত্তির পরিমাণ ৫ হাজার কোটি ছুঁই ছুঁই

January 28, 2022 | < 1 min read

উপচে পড়ছে ভারতীয় জনতা পার্টির লক্ষ্মীর ভাণ্ডার৷ জাতীয় রাজনীতিতে বিজেপির সঙ্গে এককভাবে এঁটে ওঠার মতো শক্তি এখনও কোনও রাজনৈতিক দল জুটিয়ে উঠতে পারেনি৷ ঠিক তেমনি, আর্থিক দিক থেকে সব রাজনৈতিক দলের ধরাছোঁয়ার বাইরে কেন্দ্রের শাসক দল৷ একটি রিপোর্ট অনুযায়ী, দেশের সবচেয়ে ধনী দল হল বিজেপি৷ ২০১৯-২০ অর্থবর্ষে গেরুয়া দলটির ঘোষিত সম্পত্তির পরিমাণ ছিল ৪ হাজার ৮৪৪ কোটি টাকা৷ বিজেপি ছাড়া আর কোনও রাজনৈতিক দলই সম্পত্তির নিরিখে হাজার কোটির চৌকাঠও পেরতে পারেনি৷ সম্পত্তির নিরিখে কংগ্রেস রয়েছে তিন নম্বরে৷ শতাব্দী প্রাচীন এই দলের সম্পত্তির পরিমাণ মাত্র ৫৮৮ কোটি টাকা৷

তাহলে দ্বিতীয়ে কোন দল? অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম বা এডিআরের তৈরি রিপোর্ট বলছে, ৬৯৮ কোটির সম্পত্তি বানিয়ে দ্বিতীয়ে রয়েছে মায়াবতীর বহুজন সমাজ পার্টি৷ মহামারি পূর্ববর্তী সময়ে অর্থাৎ ২০১৯-২০ অর্থবর্ষে কোন রাজনৈতিক দল কত পরিমাণ সম্পত্তির মালিক ছিল তার পূর্ণাঙ্গ রিপোর্ট সামনে এনেছে ওই সংস্থাটি৷ জানিয়েছে, ওই অর্থবর্ষে সাতটি জাতীয় দলের সম্মিলিত সম্পত্তির পরিমাণ ছিল ৬,৯৮৮.৫৭ কোটি টাকা৷ যার ৬৯.৩৭ শতাংশ বিজেপির দখলে৷ অন্যদিকে ৪৪টি আঞ্চলিক দলের সম্মিলিত সম্পত্তির পরিমাণ ২,১২৯.৩৮ কোটি টাকা৷ যার ২০২৮.৭১৫ কোটি টাকার মালিকানা কেবল প্রথম দশ রাজনৈতিক দলের অধীনে৷

সম্পত্তির নিরিখে আঞ্চলিক দলগুলির মধ্যে শীর্ষে সমাজবাদী পার্টি৷ ওই অর্থবর্ষে তাদের ঘোষিত সম্পত্তির পরিমাণ ছিল ৫৬৩.৪৭ কোটি টাকা৷ এরপরই রয়েছে দক্ষিণী দুটি রাজনৈতিক দল তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (৩০১.৪৭ কোটি) এবং এডিএমকে (২৬৭.৬১ কোটি)৷ ফিক্সড ডিপোজিটে কোন দলের অর্থ সঞ্চয় কত? বিজেপির ফিক্সড ডিপোজিটে অর্থ সঞ্চয়ের পরিমাণ ৩,২৫৩ কোটি টাকা৷ বিএসপির ৬১৮.৮৬ কোটি এবং কংগ্রেসের ২৪০.৯০ কোটি টাকা৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #Amit shah, #bjp, #Assets, #India

আরো দেখুন