করোনার কোপ, রাজ্যে ভার্চুয়ালি হবে উচ্চমাধ্যমিকের সায়েন্স প্র্যাকটিক্যাল ক্লাস
বারো ক্লাসে বিজ্ঞানের প্র্যাকটিক্যাল ক্লাসও এ বার ভার্চুয়ালি করানোর সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চমাধ্যমিকের বিজ্ঞান শাখার ছাত্রছাত্রীদের সমস্যার কথা ভেবেই সংসদের এই সিদ্ধান্ত। ভিডিয়োগ্রাফির মাধ্যমে প্র্যাকটিক্যাল ক্লাস হবে। মূলত, জীববিদ্যা, রসায়ন ও পদার্থবিদ্যার প্র্যাকটিক্যাল করানো হবে। ইতিমধ্যে স্কুলগুলির কাছে প্রয়োজনীয় নির্দেশ পাঠিয়েছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
অতিমারির আবহে দীর্ঘ প্রায় দু’বছর হতে চলল স্কুল বন্ধ। অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও ভার্চুয়াল ক্লাস চলছে। মাঝে কয়েক দিনের জন্য স্কুল খোলার অনুমতি দেওয়া হয়েছিল ঠিকই। কিন্তু তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় ফের স্কুল বন্ধ করে দিতে হয়। সমস্যায় পড়ে উচ্চমাধ্যমিকের বিজ্ঞান শাখার পড়ুয়ারা। অনলাইন ক্লাসে জীববিদ্যা, পদার্থবিদ্যা ও রসায়নের মতো বিষয় পড়ানো হলেও প্র্যাকটিক্যাল ক্লাস বন্ধ রয়েছে। স্কুল ল্যাবরেটরি ছাড়া পড়ুয়াদের কী করে প্র্যাকটিক্যাল করানো হবে, তা নিয়ে সন্দিহান ছিলেন শিক্ষকরা। কারণ, ফিজিক্স কেমিস্ট্রি ও বায়োলজির মতো মূল সাইন্সের সাবজেক্টগুলির ক্ষেত্রে প্র্যাকটিক্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমত অবস্থায় পড়ুয়াদের ভার্চুয়াল প্র্যাকটিক্যাল ক্লাসের বিশেষ সুবিধা দিতে চলেছে সংসদ।
রাজ্যের বিভিন্ন স্কুলকে এই সমস্ত সাবজেক্টের একটি করে বিষয়ের উপর প্র্যাকটিক্যাল ভিডিয়ো শ্যুট করতে নির্দেশ দি্য়েছে সংসদ। পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন করতে হবে। এর পর সেই ভিডিয়োগুলি সংসদ ছাড়াও বাংলা শিক্ষা পোর্টাল আপলোড করতে হবে। এ জন্য স্কুলগুলিকে ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। কিন্তু তার পরেও একটা কিন্তু থেকে যাচ্ছে। স্কুল ল্যাবরেটরিতে হাতে-কলমে প্র্যাকটিক্যাল না করে, ভার্চুয়ালি কতটা তা সম্ভব, তা নিয়ে শিক্ষকদের মতো পড়ুয়াদের মনেও সংশয় রয়েছে।