আজ কলকাতা পুরসভার নতুন বোর্ডের দ্বিতীয় অধিবেশন হবে টাউন হলে
পুরসভার ইতিহাসে দ্বিতীয়বার টাউন হলে বসতে চলেছে মাসিক অধিবেশন। আজ, শুক্রবার কলকাতা পুরসভার নতুন বোর্ডের দ্বিতীয় অধিবেশন হবে টাউন হলে। সূত্রের খবর, সেখানে আজ প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের নামে শহরের একটি রাস্তা এবং সংগ্রহশালা তৈরির প্রস্তাব আসতে চলেছে। পাশাপাশি, কাউন্সিলারদের কী করণীয়, সেটা বোঝাতে এবার পুর জনপ্রতিনিধিদের ক্লাস হবে। পাঠ দেবেন পুরনো অভিজ্ঞরাই। বিশেষ করে নতুন জনপ্রতিনিধিদের জন্য এই ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। আগামী শনিবার টাউন হলে সেই ক্লাস হবে।
কলকাতা পুরভোটের আগেই প্রয়াত হয়েছেন প্রাক্তন মেয়র সুব্রত মুখোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের প্রথম পুর বোর্ডের প্রথম মেয়র ছিলেন তিনি। সেক্ষেত্রে এই বর্ষীয়ান রাজনীতিবিদকে সম্মান জানাতে এই উদ্যোগ মনে করা হচ্ছে। সূত্রের খবর, ৬৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুদর্শনা মুখোপাধ্যায় এই বিষয়ে প্রস্তাব আনবেন অধিবেশনে। তারপর তা নিয়ে আলোচনা
হবে। বালিগঞ্জ অঞ্চলের কোনও একটি রাস্তার নাম সুব্রতবাবুর নামে করা হতে পারে। তবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে পুরসভার সংশ্লিষ্ট কমিটি। অন্যদিকে প্রয়াত পঞ্চায়েত মন্ত্রীর বাড়ির সংলগ্ন একটি ক্লাব সংগ্রহশালা হিসেবে করা যায় কি না, সেই ব্যাপারে আলোচনা হবে।
অন্যদিকে, আগামীকাল শনিবার হবে কাউন্সিলারদের ওয়ার্কশপ। এলাকায় কীভাবে কাজ করতে হবে, কাউন্সিলরদের সীমাবদ্ধতা কতটা, কীভাবে অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অংশ নিতে হয় কিংবা বরোস্তরেই বা কাজ কেমন হবে, সেই সব বিষয়ে পাঠদান করবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, চেয়ারপারসন মালা রায় এবং ডেপুটি মেয়র অতীন ঘোষ। ফিরহাদ হাকিম বলেন, নতুন কিংবা পুরনো, প্রত্যেক জনপ্রতিনিধিকে এটা মাথায় রাখতে হবে ‘যখন ডাকি, তখন পাই’, এটাই হবে একজন কাউন্সিলারের ট্যাগ লাইন। সেভাবেই প্রত্যেককে কাজ করতে হবে।
কলকাতা পুরসভা সূত্রের খবর, কীভাবে অধিবেশন পরিচালনা হয়, প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন করতে কী ধরনের নিয়ম-নীতি রয়েছে, মূলত সেইসব বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি সার্বিকভাবে মেয়র নিজের মতামত দেবেন। স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে বর্তমান সময়ে করোনার পাশাপাশি মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে কাউন্সিলারদের গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হয়। ফলে অতীন ঘোষ স্বাস্থ্যসংক্রান্ত কী করণীয়, তা কাউন্সিলারদেরকে বুঝিয়ে দেবেন। মালা রায় জানিয়েছেন, নতুনদের অভিজ্ঞদের থেকে অনেক কিছু শেখা উচিত। সার্বিকভাবে শেখার সুযোগ অনেক সময় কম থাকে। তাও এমন একটি ওয়ার্কশপের মাধ্যমে কাউন্সিলাররা বিশেষ করে নতুনরা অনেক বেশি সচেতন হতে পারবে। অধিবেশনে কীভাবে প্রস্তাব নিয়ে আসতে হয়, প্রশ্ন করতে হয়, অনেকের এখনও সম্যকভাবে ধারণা নেই। সেই সব বুঝিয়ে দেওয়া হবে। পাশাপাশি, এলাকা উন্নয়নের প্রাথমিক কাজগুলি করার ক্ষেত্রে যে নিয়মকানুন রয়েছে, তা বোঝানোর জন্য এই আয়োজন করা হয়েছে। বিভিন্ন বিভাগীয় শীর্ষ আধিকারিকরা সেই সব বিষয়ে অবগত করবেন জনপ্রতিনিধিদের।