রাজ্য বিভাগে ফিরে যান

মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে হবে কিনা জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ

January 28, 2022 | < 1 min read

করোনাভাইরাস আবহে উচ্চমাধ্যমিক পরীক্ষা ‘হোম সেন্টার’ অর্থাৎ পড়ুয়াদের নিজের স্কুলে হয়েছিল। এখন ওমিক্রনের থাবা বসেছে রাজ্যে। তাই প্রশ্ন উঠছে, মাধ্যমিক পরীক্ষা কী হোম সেন্টারে হবে? যদিও এই নিয়ে কোনও ইতিবাচক সিদ্ধান্ত জানায়নি মধ্যশিক্ষা পর্ষদ। তবে এই প্রশ্ন এখন অভিভাবকদের। এমনকী তাঁরা বিষয়টি নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দিতে চান।

মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, প্রত্যন্ত গ্রামবাংলায় এমন অনেক স্কুল আছে যেখানে মাধ্যমিক পরীক্ষার পরিকাঠামো গড়ে তোলা মুশকিল। কিন্তু এখন মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে নেওয়ার দাবি তুলছেন অভিভাবকরা। তাঁদের দাবি, জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। সেটা এই অতিমারি পরিস্থিতিতে হোম সেন্টারে নেওয়া হোক। উচ্চমাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে হতে পারলে মাধ্যমিক পরীক্ষা কেন নয়?‌ এমন প্রশ্নও রাখা হয়েছে।

এই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, ‘‌হোম সেন্টারে মাধ্যমিক পরীক্ষা কার্যত অসম্ভব। কারণ, প্রতিটি স্কুলের পরিকাঠামো সমান নয়। গ্রামাঞ্চলে আরও সমস্যা। আগামী ৭ মার্চ শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। তাই হোম সেন্টারে পরীক্ষা নেওয়ার দাবি উঠলেও বাস্তব–অবাস্তব পরিস্থিতি ভাবতে হবে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয়।’‌

এখন অভিভাবকরা এই ইস্যুতে শিক্ষামন্ত্রীকে চিঠি লিখতে চলেছেন। সেই চিঠির পর যদি শিক্ষামন্ত্রী কোনও সমাধানসূত্র বের করেন তাহলে মাধ্যমিক পরীক্ষা নিজের স্কুল দুয়ারে হতে পারে। এখন রাজ্যে পুরসভা নির্বাচন আছে। তাই আবার বাড়তে পারে করোনাভাইরাস। এই পরিস্থিতিতে মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে হলে অভিভাবক–ছাত্র–শিক্ষক সকলেরই উপকার হবে বলে মনে করা হচ্ছে

TwitterFacebookWhatsAppEmailShare

#Madhyamik Exam, #home centre, #madhya siksha parshad

আরো দেখুন