দেশ বিভাগে ফিরে যান

‘বিজেপি-র ষড়যন্ত্র’ দিল্লিতে হেলিকপ্টার থামানোয় বললেন ক্ষুব্ধ অখিলেশ

January 29, 2022 | < 1 min read

দিল্লি থেকে হেলিকপ্টারে উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগরে একটি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার কথা ছিল তাঁর। সমাজবাদী পার্টি (এসপি)-র প্রধান অখিলেশ যাদবের অভিযোগ, শুক্রবার দুপুরে উড়ানের আগে কোনও কারণ ছাড়াই তাঁর কপ্টারটি থামানো হয়। এই ঘটনাকে ‘বিজেপি-র রাজনৈতিক ষড়যন্ত্র’ বলেছেন তিনি।

অখিলেশ নেটমাধ্যমে একটি ছবিও পোস্ট করেছেন। শুক্রবার দুপুর আড়াইটের ওই পোস্টে দেখা যাচ্ছে, বিমানবন্দরের রানওয়েতে রাখা হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি। ওই ঘটনার জেরে অখিলেশের উড়ানে প্রায় আধ ঘণ্টা দেরি হয় বলে সমাজবাদী শিবিরের অভিযোগ। হতাশা থেকেই বিজেপি সরকার তাঁর কপ্টার আটকেছে অভিযোগ করে অখিলেশের টুইট, ‘মানুষ সবই দেখছে।’

অন্য দিকে, উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের আগে কংগ্রেসের চিত্রতারকা নেতা রাজ বব্বর সমাজবাদী পার্টিতে যোগ দিতে পারেন বলে শুক্রবার জল্পনা শুরু হয়েছে। গুলাম নবি আজাদের পদ্মভূষণ সম্মাননার প্রেক্ষিতে উত্তরপ্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বব্বরের একটি টুইট ঘিরেই জল্পনার সূত্রপাত।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Akhilesh Yadav, #Samajwadi Party, #up assembly election 2022, #Assembly Election 2022, #Uttar Pradesh

আরো দেখুন