রাজ্য বিভাগে ফিরে যান

‘রাজ্যপাল অনৈতিকভাবে নির্বাচিত সরকারকে অপমান করছেন’, ধনখড়কে তোপ ফিরহাদের

January 29, 2022 | 2 min read

রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) তাঁর কাজ করছেন না৷ ফের অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস (TMC)৷ রাজ্যের পরিবহন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) শনিবার অভিযোগ করলেন, ‘‘রাজ্যপাল তাঁর কাজ করছেন না৷ উল্টে অনৈতিকভাবে একটা নির্বাচিত সরকারকে অপমান করছেন৷’’


দিন যত এগোচ্ছে রাজ্য-রাজ্যপাল বিরোধী ততই নতুন মাত্রা পাচ্ছে৷ গঙ্গায় জল আসে, জল যায়৷ রাজ্যপাল জগদীপ ধনখড়ের অপমান-ক্ষোভ-টুইট ঠিক একইরকম ভাবে আসছে আর যাচ্ছে৷ একের পর এক ইস্যুতে রাজ্যকে কাঠগড়ায় তুলছেন৷ রাজ্য প্রশাসনও তার জবাব দিচ্ছে৷ সাম্প্রতিকতম সংযোজন, হাও়ড়া-বালি পুরএলাকার বিল সংক্রান্ত৷


এ দিন ফিরহাদের অভিযোগ, রাজ্যপাল বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছেন৷ কলকাতা পুরভোটে বিজেপি ধরাশায়ী হয়েছে৷ তারপর তাঁরা ভয় পেয়েছে৷ এই ভীত বিজেপিকে সাহায্য করতে রাজ্যপাল মাঠে নেমেছেন৷


আগামিদিন যে সব পুর এলাকায় ভোট আছে, সেখানেও বিজেপি ল্যাজেগোবরে হবে৷ এমন দাবি করে ফিরহাদের মন্তব্য, ‘‘ রাজ্যপাল বিজেপিকে সুবিধা দেওয়ার চেষ্টা করছেন। অকারণে হাওড়া-বালি নিয়ে রাজনীতি করা হচ্ছে৷ বিল আটকে রেখেছেন৷’’
এরপরেই পরিবহন মন্ত্রীর অভিযোগ, রাজ্য সরকারকে অপমান করছেন রাজ্যপাল৷ ধনকড়কে তাঁর কাজ এবং পদমর্যদার কথা স্মরণ করিয়ে দিয়ে ফিরহাদ বলেন, ‘‘রাজ্যপালের কাজ রাজ্যকে সাহায্য করা৷ রাজ্যের সঙ্গে ঝগড়া করা নয়৷ রাজ্য প্রশাসনকে অপমান করা নয়৷’’


এরপরই মন্ত্রীর দাবি, ‘‘গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার এবং তার মুখ্যমন্ত্রীকে বারবার এপমান করার অর্থ, রাজ্যের মানুষকে অপমান করা৷ গণতান্ত্রিক ভোট প্রক্রিয়াকে অস্বীকার করা৷ আসলে কোথায় কী কথা কীভাবে বলতে হয়, তা এ রাজ্যপাল জানেন না বলেই সমস্যা।’’


এ দিন শুভেন্দপ প্রসঙ্গ তুলেও রাজ্যপালকে নিশানা করেন ফিরহাদ । বেশ কয়েক দিন ধরেই দেখা গিয়েছে, বিরোধী দলনেতা শুভেন্দপ অধিকারী এবং রাজ্যপাল জগদীপ ধনখড় প্রায়ই একে অপরের সুরে কথা বলছেন । আজই নেতাই প্রসঙ্গে রাজ্যপাল রাজ্যের মুখ্যসচিবকে ডেকে পাঠান । তার পরই ফের এক বার রাজ্যপালের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল । এ দিন নেতাই এবং এর আগে একাধিক বার শুভেন্দু এবং ধনকড় ‘রসায়ণ’কে কটাক্ষ করতেও ছাড়েননি ফিরহাদ । তাঁর কথায়, রাজ্যপাল শুভেন্দুর না শুভেন্দু রাজ্যপালের মুখপাত্র সেটাই বোঝা যাচ্ছে না

TwitterFacebookWhatsAppEmailShare

#Governor of WestBengal, #Jagdeep Dhankhar, #Nabanna, #firhad hakim

আরো দেখুন