দেশ বিভাগে ফিরে যান

পেগাসাস বিতর্ক: নিউ ইয়র্ক টাইম্সকে ‘সুপারি মিডিয়া’ বলে বিতর্কে কেন্দ্রীয় মন্ত্রী

January 30, 2022 | 2 min read

পেগাসাস নিয়ে নিউ ইয়র্ক টাইমসের (New York Times) নতুন রিপোর্ট প্রকাশ্যে আসতেই ফের অস্বস্তিতে কেন্দ্র। বিরোধীরা একযোগে সরকারকে কোণঠাঁসা করার চেষ্টা করলেও কেন্দ্রীয় সরকারের সিনিয়র নেতামন্ত্রীরা সেভাবে মুখই খোলেননি। বিজেপির শীর্ষ নেতারাও এখনও এ নিয়ে নীরব। সব মিলিয়ে শাসক শিবিরের তরফে প্রতিক্রিয়া বলতে শুধু কেন্দ্রীয় মন্ত্রী মেজর জেনারেল ভি কে সিং (VK Singh) যে টুইট করেছেন, সেটিই। মেজর জেনারেল ভি কে সিংয়ের দাবি, নিউইয়র্ক টাইমসের রিপোর্ট বিশ্বাসযোগ্য নয়।

প্রসঙ্গত ওই মার্কিন সংবাদপত্রের একটি প্রতিবেদনে লেখা হয়েছে, ২০১৭ সালেই ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাস (Pegasus) কিনেছিল ভারত। এরপরেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীরা এককাট্টা হয়ে ফের কেন্দ্রের সমালোচনায় নেমেছে। সংসদের বাজেট অধিবেশনে এই নিয়ে বিরোধীরা ফের ঝড় তুলতে পারে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি, সুপ্রিম কোর্টকে (Supreme Court) মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার অভিযোগেও সরব বিরোধীরা। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের সময় ইজরায়েলের সঙ্গে ২০০ কোটি ডলারের একটি চুক্তি সই করেছিল ভারত। সেই চুক্তির অন্যতম ছিল পেগাসাস। যদিও এখনও পর্যন্ত পেগাসাস কেনা নিয়ে ভারত বা ইজরায়েল কোনও দেশের সরকারই মুখ খোলেনি।

শুধু কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং এক টুইটে নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদন নিয়ে সন্দেহপ্রকাশ করে বলেছেন,”নিউ ইয়র্ক টাইমস তো সুপারি মিডিয়া। ওদের কি বিশ্বাস করা যায়?” দেশের প্রাক্তন কূটনীতিবিদ তথা রাষ্ট্রসংঘে ভারতের প্রাক্তন স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিনও খানিকটা একই সুরে কথা বলছেন। তাঁরও বক্তব্য, পেগাসাস নিয়ে নিউ ইয়র্ক টাইমস যে রিপোর্ট প্রকাশ করেছে সেটা বড়সড় ভুল এবং বিশ্বাসযোগ্য নয়।

এদিকে গতকাল ভারত-ইজরায়েলের কূটনৈতিক সম্পর্কের ৩০ বছর পূর্তি উপলক্ষে একটি ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাৎপর্যপূর্ণভাবে বলেন, ‘‘ভারত-ইজরায়েল সহযোগিতার ক্ষেত্রে নতুন লক্ষ‌্য স্থাপনের এটাই সেরা সময়। আমরা যখন স্বাধীনতার ৭৫ বছর উদ্‌যাপন করছি, তখন তার মাত্র এক বছর বাদেই ইজরায়েলও তাদের স্বাধীনতার ৭৫ বছর পালন করবে। দু’দেশই কূটনৈতিক সম্পর্কের ৩০ বছর উদযাপন করছে।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#v k singh, #bjp, #Pegasus, #newyork times

আরো দেখুন