রাজ্য বিভাগে ফিরে যান

গান্ধীজির প্রয়াণ দিবসের অনুষ্ঠানে ‘খুনি’ অর্জুন, প্রতিবাদে মঞ্চে উঠলেন না জ্যোতিপ্ৰিয়

January 30, 2022 | 2 min read

গান্ধীজির প্রয়াণ দিবসে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানেও রাজনৈতিক চাপানউতোর। বারাকপুরের গান্ধীঘাটের অনুষ্ঠানে মঞ্চে রাজ্যপাল জগদীপ ধনকড়ের পাশে বসেছিলেন সাংসদ অর্জুন সিং। তাই মঞ্চে উঠলেন না রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বললেন, শনিবারই নোয়াপাড়া এলাকায় তৃণমূল কর্মী খুন হয়েছেন। যার পিছনে হাত রয়েছে অর্জুন সিংয়ের। খুনির পাশে বসতে চাই না। তাই এভাবে প্রতিবাদ জানালেন তিনি।

রবিবার গান্ধীজির প্রয়াণ দিবসে বারাকপুর গান্ধীঘাটে শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠান ছিল। সেখানে হাজির ছিলেন সস্ত্রীক রাজ্যপাল, বারাকপুর সাংসদ অর্জুন সিং, উত্তর ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা, স্বরাষ্ট্র সচিব-সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কিন্তু তিনি মঞ্চে ওঠেননি। নিচে দর্শকাসনে উপস্থিত ছিলেন তিনি। কিন্তু কেন?

এ প্রসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “গতকাল ইছাপুরের তৃণমূল নেতা খুনের ঘটনায় সাংসদ অর্জুন সিং মূল অভিযুক্ত। তাই একজন খুনিকে পাশে বসিয়েছিলেন রাজ্যপাল। সে কারণেই এই প্রতিবাদ। আমি রাজ্যপালকে এ বিষয়ে জানিয়েছি। পুলিশ তদন্ত করে বের করুক।” কিন্তু তার এই পদক্ষেপের নিন্দায় সরব হয়েছে বিজেপি। যদিও রাজ্যের বনমন্ত্রীর দাবি, তিনি কোনও অসৌজন্য দেখাননি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে নিজের মতো করে প্রতিবাদ জানিয়েছেন তিনি। এদিন জ্যোতিপ্রিয় মল্লিক আরও বলেন, “অর্জুন সিংয়ের এই গুণ্ডাগিরি চলবে না। পুরভোটের পরই যবনিকা টানব ওর দাদাগিরিতে।” 

প্রসঙ্গত, প্রথমে গুলি ও পরে কুপিয়ে খুন করা হয় নোয়াপাড়ার প্রাক্তন ব্লক সভাপতিকে। শনিবারের রাতের এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূল নেতাকে খুনের ঘটনায় ইতিমধ্যে এক বিজেপি নেতাকে আটক করেছে পুলিশ। তৃণমূলের অভিযোগ, বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের নির্দেশেই শিল্পতালুকে অশান্তি ছড়াচ্ছে। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। এর প্রতিবাদেই এই পদক্ষেপ জ্যোতিপ্রিয়র। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Arjun singh, #Jyotipriya Mallick

আরো দেখুন