দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

আবারও ভাঙন, ইস্তফা দিলেন ঝাড়গ্রামের বিজেপি সহ সভাপতি ডাঙ্গী সরেন

January 31, 2022 | < 1 min read

বাঁকুড়া-পুরুলিয়ার পর এবার ঝাড়গ্রামে (Jhargram) বিদ্রোহ বিজেপিতে (BJP)। পদত্যাগ (Resignation) করলেন বিজেপির ঝাড়গ্রাম জেলা কমিটির নতুন দায়িত্ব পাওয়া সহ সভাপতি ডাঙ্গী সরেন।

গত ২৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিজেপির ঝাড়গ্রাম জেলা কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করেছিলেন ঝাড়গ্রাম জেলা কমিটির সভাপতি তুফান মাহাত। কিন্তু এই কমিটি নিয়ে ক্ষোভ ছিল দলের অন্দরে। বিভিন্ন সময় এই কমিটি নিয়ে বিক্ষোভ দেখান দলের কর্মীরা। এমনকী বিজেপির ঝাড়গ্রাম কার্যালয়ে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান বিজেপির বেশকিছু কর্মী।

রবিবার দলের জেলা সভাপতি তুফান মাহাতকে লিখিত ভাবে তাঁর পদত্যাগের কথা জানান তিনি।  শারীরিক অসুস্থতার কথা জানিয়ে পদত্যাগ করেছেন বলে জানান ডাঙ্গী। বর্তমানে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি পদে রয়েছেন তিনি।


এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি জেলা সভাপতি তুফান মাহাত। সহ সভাপতির এই পদত্যাগের কারণে ফের বিতর্ক দেখা দিচ্ছে দলের অন্দরে। আগামীদিনে ডাঙ্গী সরেনের অবস্থান কী হয় সেদিকেই নজর ঝাড়গ্রাম বিজেপির নেতৃত্বের।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Resignation, #vice president, #JHARGRAM

আরো দেখুন