দেশ বিভাগে ফিরে যান

পেগাসাস নিয়ে মোদীর বিরুদ্ধে এফআইআরের দাবিতে মামলা সুপ্রিম কোর্টে

January 31, 2022 | 2 min read

পেগাসাস চরবৃত্তি নিয়ে তোলপাড় গোটা দেশ। অথচ, মৌনব্রত নিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সরকারের পক্ষ থেকে মিডিয়া মহলকে আক্রমণ করে ভি কে সিং শুধু প্রতিবাদের চেষ্টা করেছিলেন। ওখানেই শেষ। বিজেপি বা সরকার, কারও পক্ষ থেকেই কোনওরকম যুক্তি সাজানো হয়নি। আর তাতেই ক্ষোভের পারদ আরও চড়ছে। এই ইস্যুতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এফআইআরের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন আইনজীবী মনোহরলাল শর্মা। তিনি দাবি করেছেন, ‘সাধারণ মানুষের বিশ্বাস ভঙ্গ করে রাজনৈতিক স্বার্থে পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই ইজরায়েলের সঙ্গে এই চুক্তি বাতিল করতে হবে। পাশাপাশি এফআইআরের অনুমতি দিতে হবে প্রধানমন্ত্রীর নামে।’ জড়িত প্রত্যেকের বিরুদ্ধে তদন্তের আবেদন জানিয়েছেন তিনি। এখানেই শেষ নয়। সিঁদুরে মেঘ আরও রয়েছে। কারণ, আজই শুরু হচ্ছে বাজেট অধিবেশন। বিরোধীরা সাফ জানিয়েছে, এই অধিবেশনে মোদী সরকারের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের উদ্যোগ নেবে। অর্থাৎ একদিকে সুপ্রিম কোর্ট, আর অন্যদিকে সংসদ—চরবৃত্তির অভিযোগে বিস্তর চাপে কেন্দ্র।

এর আগে পেগাসাস সংক্রান্ত যে মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট তিন সদস্যের বিশেষ কমিটি গড়ে তদন্ত করছে, তা ‘সিভিল ম্যাটার’। কিন্তু এবার দায়ের হয়েছে ফৌজদারি মামলা। অর্থাৎ ‘ক্রিমিনাল কেস’। আবেদনকারী আইনজীবী মনোহরলাল শর্মা জানিয়েছেন, ‘এ ধরনের চুক্তি ক্রিমিনাল অফেন্স। তাই নরেন্দ্র মোদী সহ যাঁরাই এই চুক্তির সঙ্গে জড়িত, তাঁদের নামে এফআইআর করে তদন্ত শুরুর নির্দেশ দিক সর্বোচ্চ আদালত। যত দ্রুত সম্ভব মামলার শুনানি করতে হবে।’ আবার সরকারের স্নায়ুর চাপ বাড়িয়ে মোদী সরকারের বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনার দাবি তুলেছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী। লোকসভার স্পিকার ওম বিড়লাকে রবিবার এ ব্যাপারে চিঠি দিয়েছেন তিনি। তাতে তিনি লিখেছেন, ‘নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক প্রতিবেদনের সারমর্ম, সুপ্রিম কোর্ট থেকে সংসদ—সম্পূর্ণ মিথ্যা বলেছে মোদী সরকার। তাই সংসদকে বিভ্রান্ত করার অপরাধে তথ্য-প্রযুক্তিমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দেওয়া হোক।’ স্পিকারকে চিঠির পাশাপাশি অধীরবাবু এদিন পেগাসাস ইস্যুতে সরকারের মৌন অবস্থান নিয়েও আক্রমণ করেছেন। সরব হয়েছে তৃণমূলও। দলের মুখ্য মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন বলেছেন, ‘হাতেনাতে ধরা পড়ে গিয়েছে মোদী সরকার। পেগাসাস কিনে সরকার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আরও বহু রাজনৈতিক নেতার ফোনে অন্যায়ভাবে আড়ি পেতেছে। আজ তা ফের প্রকাশ্যে এসে গিয়েছে।’

সরকারকে কটাক্ষের তিরে বিঁধেছেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা কংগ্রেসের রাজ্যসভার এমপি পি চিদম্বরম। টুইটে তাঁর তোপ, ‘গতকালই প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের সঙ্গে ইজরায়েলের সম্পর্ক আর সমৃদ্ধ করার এটাই সঠিক সময়। একদম ঠিক। তাই ২০২৪ সালে লোকসভা ভোটের আগে আরও উন্নত সফটওয়্যার চাওয়া উচিত। ২০১৭ সালে চুক্তির জন্য ২ বিলিয়ন মার্কিন ডলার দিলে এবার ৪ বিলিয়ন দেওয়া যেতে পারে!’ নিউ ইয়র্ক টাইমসকে ‘সুপারি মিডিয়া’ বলার জন্য কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিংকেও খোঁচা দিয়েছেন চিদম্বরম। বলেছেন, ‘উনি কি নিউ ইয়র্ক টাইমস বা ওয়াশিংটন পোস্ট পড়েন? যদি পড়তেন, তাহলেই বুঝতেন ওয়াটার গেট দুর্নীতি আর পেন্টাগন পেপারস ফাঁসে এদের ভূমিকা কী ছিল।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #supreme court, #Pegasus Scandal

আরো দেখুন