টুইটারে রাজ্যপাল জগদীপ ধনখড়কে ব্লক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
রাজ্যে, রাজ্য এবং রাজ্যপাল সংঘাত অব্যাহত। রাজ্যপাল পদে আসীন হওয়ার পরে থেকেই রাজ্যের অধিকারে বারবার হস্তক্ষেপ করে বিতর্কে জড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সাংবিধানিক পদের মর্যাদার গরিমাকে ক্ষুন্ন করে, রাজ্য সরকারের সঙ্গে সরাসরি একাধিকার সংঘাতে জড়িয়েছে তিনি। তৃণমূলের অভিযোগ, রাজ্যপাল নিরপেক্ষ নন। রাজ্য সরকারের সমালোচনায় ধনখড় সর্বদা রাজনৈতিকভাবে বিশেষ এক পক্ষের পক্ষ নেন।
সম্প্রতি রাজ্য এবং রাজ্যপালের সংঘাত চরম পৌঁছায়। রাজ্যপালের অপসারণ চেয়ে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। রাষ্ট্রপতির কাছেও পশ্চিমবঙ্গের রাজ্যপালের অপসারণ চেয়ে দরবার করা হচ্ছে। আজ নাবান্নে সাংবাদিক বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি রাজ্যপাল জগদীপ ধনখড়কে টুইটারে ব্লক করেছেন।
এদিন তিনি বলেন, “আমি দুঃখিত। কিন্তু তাকে (রাজ্যপালকে) টুইটারে ব্লক করতে বাধ্য হয়েছি। তিনি আমার এবং আমার অফিসার বিরুদ্ধে অপমানজনক আচরণ করছেন। তিনি অসাংবিধানিক মন্তব্য করেন।”
বলাইবাহুল্য, এই ঘটনায় রাজ্য এবং রাজ্যপাল সংঘাত নয়া মোড় নিল।