দুর্ঘটনাগ্রস্ত মিনি বাসটির বিরুদ্ধে রয়েছে ২০৩ টি মামলা, গ্রেপ্তার চালক
রবিবার ছুটির দিনে দুপুরে যাত্রী বোঝাই মিনি বাস উল্টে আহত হয়েছিলেন বহু যাত্রী। সেই ঘটনার পরেই নড়েচড়ে বসেছে পুলিশ। পথ দুর্ঘটনা কমাতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুলিশ এবং পরিবহন দপ্তর। তারই মধ্যে ডোরিনা ক্রসিংয়ের এই দুর্ঘটনায় ক্ষুব্ধ পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিকে, এই দুর্ঘটনার পরে ঘটনাস্থল থেকে পলাতক ছিলেন বাসচালক। অবশেষে তাকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ।
পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, হাওড়া প্রিপেড ট্যাক্সি বুথের কাছ থেকে চালককে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার ওই চালককে আদালতে পেশ করার কথা রয়েছে। ধৃত চালককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি পুলিশকে জানিয়েছেন, স্টিয়ারিং গন্ডগোলের জেরে এই দুর্ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই, তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে বাসটির সিএফ ছিল না। ওই বাস সম্পর্কে আরও চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে এসেছে। পুলিশ জানতে পেরেছে ওই মিনি বাসটির বিরুদ্ধে ২০৩ টি মামলা রয়েছে। সবচেয়ে বেশি রয়েছে ট্রাফিক সাইটেশন মামলা। এই মামলা রয়েছে ১৯৪ টি। এছাড়াও শিয়ালদা এবং ব্যাঙ্কশাল আদালতেও বেশ কয়েকটি মামলা রয়েছে।
বাসের ফরেনসিক পরীক্ষার পর জানা গিয়েছে, বাসটিতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল না। বাসের চারটি টায়ারই রিসোলিং করা ছিল।রবিবার ধর্মতলার কাছে বাস দুর্ঘটনার ফলে তড়িঘড়ি সেখানে পৌঁছে যায় পুলিশ। এরপরেই উল্টে যাওয়া বাস থেকে উদ্ধার করা হয় যাত্রীদের। ঘটনার সময় বাসে ৩৫ জন যাত্রী ছিল। যার মধ্যে আঘাত পেয়েছিলেন ২৭ জন যাত্রী। আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও এখনও একজন হাসপাতালে ভর্তি রয়েছে।
অন্যদিকে, এই ঘটনার পরেই বেসরকারি বাসের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পরিবহন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। সিএফ ছাড়া শহরের রাস্তায় কোনও বাস চললে তা বাজেয়াপ্ত করা হবে বলে তিনি কড়া নির্দেশ দিয়েছেন।