দেশ বিভাগে ফিরে যান

আগামী অর্থবর্ষে ভারতে জিডিপি বৃদ্ধির হার ৮-৮.৫ শতাংশের পূর্বাভাস আর্থিক সমীক্ষায়

January 31, 2022 | < 1 min read

করোনাভাইরাসের প্রাথমিক ধাক্কা কাটানোর পর ইতিমধ্যে অর্থনীতির ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখা গিয়েছে। সেই প্রবণতা পরিসংখ্যানেও উঠে এসেছে। আগামী অর্থবর্ষেও অর্থনীতির সেই উত্থান অব্যাহত থাকবে মনে করছে কেন্দ্র। আর্থিক সমীক্ষার পূর্বাভাস অনুযায়ী, আগামী অর্থবর্ষে ভারতে জিডিপি বৃদ্ধির হার হতে পারে ৮-৮.৫ শতাংশ।

এমনিতে করোনাভাইরাসের লকডাউনের ধাক্কায় ২০২০-২১ অর্থবর্ষে ভারতের জিডিপি সংকুচিত হয়েছিল ৭.৩ শতাংশ। ২০২০-২১ অর্থবর্ষের প্রথম কয়েক মাস লকডাউন এবং করোনা সংক্রান্ত বিধিনিষেধের কারণে আর্থিক কর্মকাণ্ড কার্যত থমকে গিয়েছিল। তলানিতে ঠেকেছিল চাহিদা। ক্রয়ক্ষমতা ও ভোগব্যয় হ্রাস পেয়েছিল। স্বভাবতই মুখ থুবড়ে পড়েছিল অর্থনীতি। ২০২১-২২ অর্থবর্ষের শুরুতেও করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে অবস্থা খুব একটা ভালো ছিল না। গত বছরের জুলাই-সেপ্টেম্বর থেকে ভারতের অর্থনীতি কিছুটা অক্সিজেন পায়। ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখা যায়। আগের বছরের তুলনায় ২০২১-২২ অর্থবর্ষের সেপ্টেম্বর ত্রৈমাসিকে জিডিপি বেড়েছিল ৮.৪ শতাংশ। যা বিশ্বের মধ্যে অন্যতম দ্রুত ছিল। সেই রেশ বজায় রেখে চলতি অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে ভারতে আর্থিক বৃদ্ধির হার ৯.২ শতাংশ হতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

সেই আবহের মধ্যেই সোমবার সংসদে আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই সমীক্ষা অনুযায়ী, চলতি বছর (২০২১-২২ অর্থবর্ষ) ভারতের আর্থিক বৃদ্ধির হার হতে পারে ৯.২ শতাংশ। রিপোর্টে দাবি করা হযেছে, করোনাভাইরাস টিকাকরণ, জোগান সংক্রান্ত খাতে সংস্কার, করোনা সংক্রান্ত বিধিনিষেধ শিথিল, রফতানি বৃদ্ধি, মূলধনী খাতে ব্যয় বৃদ্ধির মতো বিষয়ের সমর্থন পাবে ভারতের অর্থনীতি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Nirmala Sitharaman, #Economy, #GDP, #India

আরো দেখুন