দেশ বিভাগে ফিরে যান

পেগাসাস নিয়ে মিথ্যাচার: কেন্দ্রের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ সৌগতর

January 31, 2022 | 2 min read

সম্প্রতি পেগাসাস সংক্রান্ত নিউইয়র্ক টাইমসের রিপোর্টটি প্রকাশ্যে আসার পর থেকেই ফের এই ইস্যুতে উত্তাল গোটা দেশ। আজ সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিনেই লোকসভায় ভারত সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রকের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনলেন প্রবীণ তৃণমূল সাংসদ অধ্যাপক সৌগত রায়। 

প্রসঙ্গত, গত ২৮ শে জানুয়ারি ২০২২- এ নিউইয়র্ক টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়, ২০১৭ সালে দুই বিলিয়ান ডলারের সামরিক অস্ত্রের চুক্তির মাধ্যমে ইজরায়েলের স্পাইওয়্যার পেগাসাস কিনেছিল ভারত সরকার। বিগত বছরের জুলাই মাসে সংসদে বাদল অধিবেশন চলাকালীন পেগাসাসের কথা প্রথম প্রকাশ্যে আসে। উত্তাল হয় গোটা দেশ। দেশের বিরোধী দলগুলির প্রথম সারির নেতাদের থেকে শুরু করে সাংবাদিক, সুপ্রিম কোর্টের বিচারপতিরা, সরকারি উচ্চপদস্থ আধিকারিক, সামরিক বিভাগের আধিকারিকেরা; সকলেই পেগাসাসের শিকার হয়েছিলেন। আড়িপাতার খবর প্রকাশ্যে আসতেই, দেশের বিরোধী দলগুলো তীব্রভাবে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিল, পেগাসাস বিতর্কে কোনঠাসা হয়ে পড়ে বিজেপি সরকার।

যদিও বিজেপি সরকার বরাবর স্পাইওয়্যার পেগাসাস কেনার বা ব্যবহার করার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে গিয়েছে। ২০২১ সালের আগস্টে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে দাবি করা হয়, পেগাসাস নিয়ে এনএসও গ্ৰুপের সঙ্গে ভারত সরকারের কোন প্রকার ব্যবসায়িক চুক্তি হয়নি। বিরোধীদের করা দাবি অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রকের সরাসরি পেগাসাসের ক্রেতা হওয়ার অভিযোগকেও সংসদে দাঁড়িয়ে নসাৎ করে দেওয়া হয়েছিল। পেগাসাস নিয়ে সংসদে আলোচনার প্রস্তাবকেও বিজেপি সরকারের তরফে আমল দেওয়া হয়নি। সুপ্রিম কোর্টে পেগাসাস নিয়ে চলা মামলার সওয়াল জবাবেও কেন্দ্রের বিজেপি সরকার পেগাসাস কেনার বিষয়টি বারবার অস্বীকার করে গিয়েছে। পেগাসাস মামলায় দেশের সর্বোচ্চ আদালতে জমা দেওয়া হলফনামাতেও বিজেপি সরকার পেগাসাস স্পাইওয়্যারের সঙ্গে জড়িত থাকার সব রকম অভিযোগকে অস্বীকার করেছে। কিন্তু নিউইয়র্ক টাইমসের রিপোর্টে স্পষ্ট উল্লেখ রয়েছে, ২০১৭ সালে ভারত সরকার ইজরায়েলের সঙ্গে যে সামরিক অস্ত্র কেনার চুক্তি করেছিল, ঐ চুক্তির অধীনেই পেগাসাস কেনা হয়েছিল।

গণতন্ত্রের মন্দির, ভারতীয় সংসদে দাঁড়িয়ে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীরা বিজেপির বিরুদ্ধে আনা পেগাসাস ব্যবহারের অভিযোগকে মিথ্যে বলে গলা ফাটিয়েছিলেন, নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে তা কার্যত মিথ্যাচারে পর্যবসিত হয়ে গিয়েছে। ২০১৭ থেকেই পেগাসাসকে হাতিয়ার করে, অনৈতিকভাবে বিজেপি যে মানুষের ব্যাক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছে তাও প্রমানিত হয়ে গিয়েছে। মোদী সরকার পেগাসাস নিয়ে ক্রমাগত মিথ্যাচার করে ভারতীয় সংসদ, সুপ্রিম কোর্ট- সহ দেশের নাগরিকদের ভুল পথে চালনা করে গিয়েছে।

সেই মর্মেই পেগাসাস কান্ডে সংসদকে ভুল পথে চালিত করার অভিযোগ এনে, লোকসভার প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায় আজ ভারত সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রকের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Saugata Roy, #Pegasus issue, #Parliament

আরো দেখুন