দেশ বিভাগে ফিরে যান

আজ সারা ভারতে বিশ্বাসঘাতকতা দিবসের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা

January 31, 2022 | < 1 min read

মোদী সরকার কৃষকদের সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ সংযুক্ত কিষাণ মোর্চার। এর প্রতিবাদে আজ সারা দেশে বিশ্বাসঘাতকতা দিবসের (Virodh Diwas) ডাক দিয়েছে মোর্চা। কলকাতাতেও পালিত হচ্ছে এই দিবস। ধর্মতলার ওয়াই চ্যানেলে হবে জমায়েত। ওই সভায় রাজ্যের সমস্ত কৃষক সংগঠন সামিল হচ্ছে। ছাত্র, যুব, শ্রমিক, মহিলাদের বিভিন্ন সংগঠনকে জমায়েতে সামিল আহ্বান জানিয়েছে মোর্চা। উপস্থিত থাকছেন কার্তিক পাল, অনাদি সাহু, সমীর পুততুণ্ড, হরিপদ বিশ্বাস, হাফিজ আলি সাইরানি, জয়তু দেশমুখ সহ ২০ টি কৃষক সংগঠনের নেতা।

ঘরেবাইরে চাপের মুখে কেন্দ্রীয় সরকার বিতর্কিত তিন কৃষি আইন বাতিলের কথা ঘোষণা করলেও এখনও পর্যন্ত তা খাতায় কলমে কার্যকর হয়নি। কৃষক সংগঠনগুলি এই পরিপ্রেক্ষিতে কেন্দ্রের কাছে যেসব দাবি করেছিল, মানা হয়নি সেগুলিও। মোর্চা নেতৃত্বের অন্যতম দাবি ছিল, সরকারকে অবিলম্বে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, লখিমপুর খেরির ঘটনায় অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনিকে বরখাস্ত করতে হবে। তৃতীয়ত, কৃষক আন্দোলন পর্বে দায়ের করা সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে। চতুর্থত, আন্দোলন চলাকালীন যে ৭০০ কৃষকের মৃত্যু হয়, তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। মোর্চা নেতৃত্বের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেবল কৃষি আইনের কথা ঘোষণা করেই বসে আছেন। সংসদে আইন প্রত্যাহার সংক্রান্ত বিল পাশ করা হয়েছে। অগ্রগতি বলতে এইটুকুই। এরই প্রতিবাদে সোমবার সারা দেশে পালিত হচ্ছে বিশ্বাসঘাতকতা দিবস।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #farmers, #Virodh Divas, #Sanjukta Kisan Morcha

আরো দেখুন