রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে ৩ ফেব্রুয়ারি, ঘোষণা মমতার

January 31, 2022 | 2 min read

আগামী ৩ ফেব্রুয়ারি রাজ্যে খুলে যাচ্ছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। যদিও স্কুলে ক্লাস হবে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের। প্রাইমারি ও সপ্তম শ্রেণী পর্যন্ত ‘পাড়ায় পাঠশালা’ প্রকল্পে ক্লাস হবে। আজ এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বেশ কিছু ছাড় সহ রাজ্যে কোভিড বিধিনিষেধের মেয়াদ বাড়ল ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। কী ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখে নিন:

• বেশ কিছু ছাড় সহ রাজ্যে কোভিড বিধিনিষেধের মেয়াদ বাড়ল ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

• আগামী ৩ ফেব্রুয়ারি থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস হবে স্কুলে। কলেজ, বিশ্ববিদ্যালয়ও খুলবে ৩ ফেব্রুয়ারি।

• প্রাইমারি ও সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাস হবে ‘পাড়ায় পাঠশালা’ প্রকল্পের অধীনে

• সরকারি, বেসরকারি অফিসে হাজিরা ৫০% থেকে বাড়িয়ে ৭৫% করা হল।

• রেস্তোরাঁ, বার, সিনেমা হলে ক্রেতার সংখ্যা ৫০% থেকে বাড়িয়ে ৭৫% করা হল।

• সমস্ত পার্ক খুলে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

• দিল্লি-মুম্বই থেকে কলকাতার সমস্ত ফ্লাইট দৈনিক করা হল। এতদিন সপ্তাহে দুদিন এই উড়ান চালু ছিল।

• লন্ডন থেকে কলকাতার সমস্ত ফ্লাইট স্বাভাবিক হচ্ছে। সেক্ষেত্রে লন্ডন থেকে কলকাতায় আসতে বাধ্যতামূলক আরটিপিসিআর টেস্ট।

• কলকাতা- বেঙ্গালুরুর বিমানে কড়াকড়ি বজায় থাকবে।

• জনসমাগমের ক্ষেত্রে পুরোনো নিয়ম বজায় থাকছে। কোন অনুষ্ঠানে সর্ব্বোচ্চ ২০০ জন মানুষ একত্রিত হতে পারবেন।

• ৭৫% আসন সংখ্যা নিয়ে খুলছে সুইমিংপুল। খুলে যাবে পর্যটন কেন্দ্র।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Press Conference, #School Reopen, #Meeting, #Covid Restrictions, #West Bengal

আরো দেখুন