বিনোদন বিভাগে ফিরে যান

যবনিকা পতন – শেষ হচ্ছে ‘করুণাময়ী রাণী রাসমণী’

January 31, 2022 | < 1 min read

ছবি: সংগৃহীত

২০১৭ থেকে ২০২২। দীর্ঘ পাঁচ বছর মুখের কথা নয়। নানা চরিত্র এসেছে। নানা চরিত্রের সমাপ্তিও ঘটেছে। মাঝে মধ্যেই রটেছে ধারাবাহিকটি বন্ধ হওয়ার গুজব। তবে এবার আর গুজব নয়। দীর্ঘ পাঁচ বছরের যাত্রাপথ পেরিয়ে অবশেষে শেষ হচ্ছে একসময় টিআরপিতে রাজত্ব করা ধারাবাহিক ‘করুণাময়ী রাণী রাসমণী’।

সূত্রের খবর, আগামী ১০ ফেব্রুয়ারি শেষ শুটিং হবে ধারাবাহিকটির। আগামী ১৩ জানুয়ারি টেলিকাস্টের শেষ তারিখ। ধারাবাহিকের রামকৃষ্ণ অর্থাৎ সৌরভ সাহা সংবাদমাধ্যমকে জানান, নতুন এলে পুরনোকে জায়গা ছেড়ে দেওয়াই যে রীতি।

কিছু মাস আগেই ওই ধারাবাহিক থেকে বিদায় নিয়েছিলেন দিতিপ্রিয়া রায়। নামভূমিকায় ছিলেন তিনি। ধারাবাহিকের প্লট অনুযায়ী রাসমণী প্রয়াত হন। শেষ হয় দিতিপ্রিয়ার প্লটও। এর পর ধারাবাহিকে থেকে বিদায় নেন মথুর বাবু ওরফে গৌরব চট্টোপাধ্যায়ও। গৌরব এই মুহূর্তে কাজ করছেন অন্য এক চ্যানেলের প্রধান চরিত্র হিসেবে। দিতিপ্রিয়াও ওয়েব সিরিজ থেকে বড় পর্দায় নিজেকে মেলে ধরছেন নতুন ভাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Zee Bangla, #TeleSerial, #Rani Rashmoni, #Tollywood

আরো দেখুন