দুই লক্ষের নিচে দেশের দৈনিক কোভিড সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যা
দেশের দৈনিক করোনা সংক্রমণ স্বস্তি দিচ্ছে। ২ লাখের নীচে নেমেছে কোভিড আক্রান্তের সংখ্যা। দেশের এই নিম্নমুখী কোভিড গ্রাফ ফেরাচ্ছে স্বস্তি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুয়ায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৫৯ জন এবং মৃত্যু হয়েছে ১১৯২ জনের। কোভিড মৃত্যুর পরিসংখ্যান দেখে অনেকে চমকে উঠছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র কেরালাতেই কোভিড মৃত্যু হয়েছে ৭২৯ জনের। তবে সংশ্লিষ্ট রাজ্যের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কেরালায় আদতে করোনা প্রাণ কেড়েছে ৯১ জনের। এছাড়া অডিটের জন্য ৬৩৮ মৃত্যু অতিরিক্ত যুক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ২ লাখ ৫৪ হাজার ৭৬ জন। বর্তমানে ভারতে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৪৩ হাজার ৫৯ জন। দেশে কোভিড পজিটিভিটির হার ১১.৬৯ শতাংশ। এদিকে রাজ্যে করোনা গ্রাফে স্বস্তি। দু’হাজারের নীচে নেমেছে রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। সোমবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯১০ জন।
এই মুহূর্তে বাংলায় সংক্রমণের হার ৫.৮৯ শতাংশ। এদিকে এই সময়ে রাজ্যে কোভিড মুক্ত হয়েছেন ৭ হাজার ৭২৭ জন। সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। সংশ্লিষ্ট জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ হয়েছেন ২৩৩ জন। কলকাতাতে কমেছে করোনা সংক্রমণ। সেখানে আক্রান্ত সংখ্যা ১৭৯। এদিকে রাজ্যে কোভিড বিধিনিষেধের মেয়াদ বেড়েছে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”বর্তমানে রাজ্যের করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। কতদিন আর বিধিনিষেধে আটকে থাকবেন সাধারণ মানুষ! জীবীকা আটকে রাখলে জীবন চলবে কি করে। তাই বেশ কিছু ক্ষেত্রে কোভিড বিধিনিষেধে শিথিলতা আনা হয়েছে।” ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি রাজ্যে জারি থাকবে করোনা সংক্রান্ত বিধিনিষেধ। ৩ ফেব্রুয়ারি থেকে অষ্টম-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুল খুলবে। ৭৫ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন ও মেট্রো।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ”এখন রাজ্যের কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। ফলে আগামী ৩ তারিখ থেকে রাজ্যে স্কুল খুলে দেওয়া হচ্ছে। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অফলাইনে ক্লাস শুরু হবে। পঞ্চম থেকে সপ্তম পর্যন্ত চলবে পাড়ায় পাড়ায় শিক্ষালয়।”