রাজ্য বিভাগে ফিরে যান

‘ও চোর, ধান্দাবাজ’ শুভেন্দুর বিরুদ্ধে পাঁচ কোটির মামলার হুঁশিয়ারি মদন মিত্রের

February 1, 2022 | < 1 min read

দুর্ঘটনার রেশ কাটিয়ে ফের চেনা ছন্দে তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)৷ মেয়েদের নাচের সঙ্গে কোমর দোলানো, গান, হিন্দি সিনেমার ডায়ালগ থেকে বিরোধীদের নেতাদের কড়া আক্রমণে মদন৷ সোমবার হুগলির বলাগড়ের (Balagarh) মাহাতো পাড়ায় টুসু উৎসবে যোগ দেন৷ সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) ফিল্মি ভাষায় আক্রামণ করলেন৷

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে মদন বলেন, ‘‘পাড়ার চ্যাঙড়া ছেলের শুভেন্দুর বিষয়ে আলোচনা করে৷ আমরা করি না৷ শের ভুখা মর যায়েগা..চুঁহা নেহি খায়েগা৷ তবে, মাঝে মাঝে রাগে গালাগাল দিয়ে দিই৷ সেটা করলেও আমার ভুল হবে৷ কারণ, ও চোর..ধান্দাবাজ..আর নোংড়া কথা বললে পাঁচ কোটির মামলা করে দেব৷’’ আক্রমণ করতে ভোলেননি রাজ্যপাল জগদীপ ধনখড়কেও৷ টুইটারে ধনখড়কে ব্লক করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন মদন৷

মারিচঝাঁপি নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্যে প্রসঙ্গে কড়া আক্রমণ করেন মদন৷ তিনি বলেন, ‘‘বিজেপি কখনও ক্ষমতায় আসবে না৷ আর যদি তদন্ত না হয়ে থাকলে তৃণমূলে থাকতে ওঁ নিজে কেন তদন্ত করিনি কেন? বাবা-ভাই-সহ সপরিবারে খেয়েছে শুধু৷’’ এরপরই মদন বলেন, ‘‘সাহস থাকলে আমাকে আটকে দেখাতে বলবেন৷ আগামী ৭ তারিখ হলদিয় যাচ্ছি৷’’

রাজনৈতিক আক্রমণের আগে রোমান্টিক মদনকে দেখতে টুসু উৎসবে মহিলাদের ভিড় ছিল চোখে পড়া মতো৷ মদন চেনা ছন্দে মঞ্চে উঠে রবীন্দ্র সঙ্গীত, ও লাভলী ডায়ালগে উপস্থিত জনতাকে উৎসাহিত করেন৷ নিজে হাতে উৎসবে উপস্থিত জনতা খাওয়ার পাতাও বিলি করেন৷ পাত পেড়ে নিজেও খেয়েছেন রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী৷

TwitterFacebookWhatsAppEmailShare

#suvendu adhikari, #tmc, #Madan Mitra, #bjp

আরো দেখুন