দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

সোনাঝুরিতে পর্যটকদের সুবিধার্থে চালু হচ্ছে ভ্রাম্যমাণ বহুমুখী গাড়ি

February 1, 2022 | 2 min read

শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াইয়ের হাটে ঘুরতে এসে প্রকৃতির ডাকে সাড়া দিতে না পেরে অসুবিধায় পড়েন বাইরে থেকে আসা পর্যটকরা। সেই পর্যটকদের জন্য রাজ্য সরকারের মিশন নির্মল বাংলা প্রকল্পে ও বেসরকারি সংস্থার কারিগরি সহায়তায় ঝাঁ চকচকে ভ্রাম্যমাণ বহুমুখী যান বা মোবাইল উইমেন ফেসিলিটি কর্নার চালু হচ্ছে। শৌচালয় ব্যবহারের পাশাপাশি এই যানের ‘সুবিধা কর্নারে’ একটি স্তন্যপান কক্ষ, পোশাক পরিবর্তন কক্ষ এবং স্যানিটারি ভেন্ডিং মেশিন লাগানো হয়েছে। ফলে একদিকে, পর্যটকরা উপকৃত হবেন। অন্যদিকে খোয়াইয়ের হাটে প্রতিনিয়ত যেভাবে দূষণ ছড়াচ্ছে তার থেকেও অব্যাহতি মিলবে। জেলা প্রশাসনের এই কাজে খুশি পরিবেশপ্রেমী সহ বাইরে থেকে আসা দর্শনার্থীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতন সফরে এলে এই যানের উদ্বোধন করবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। শান্তিনিকেতনে ঘুরতে আসা পর্যটকদের জন্য সোনাঝুরির হাট অন্যতম ঘোরার জায়গা। মূলত হস্তশিল্পের জন্যই বিখ্যাত এই হাট। প্রায় দু’হাজারের বেশি শিল্পী এই হাটের সঙ্গে যুক্ত। বেশিরভাগ শিল্পীই মহিলা। সপ্তাহান্তে হাজার হাজার মানুষ ভিড় করেন খোয়াইয়ে। কিন্তু সেখানে মহিলাদের জন্য উপযুক্ত শৌচালয়ের ব্যবস্থা নেই। স্থানীয় রূপপুর পঞ্চায়েতের উদ্যোগে বেশকিছু শৌচালয় নির্মাণ করা হলেও সংস্কারের অভাবে সেগুলি নষ্ট হয়ে যায়। এব্যাপারে ঘুরতে আসা মহিলাদের মধ্যে সমীক্ষা করে ওই বেসরকারি সংস্থা। সমীক্ষায় মহিলারা পরিচ্ছন্ন শৌচালয়ের অভাবের কথা জানান। এরপরই জেলা প্রশাসনের কাছে ভ্রাম্যমাণ বহুমুখী যান তৈরির প্রস্তাব রাখে ওই বেসরকারি সংস্থা। প্রস্তাবটি জেলাশাসক বিধান রায়ের পছন্দ হয়। এরপরই ভ্রাম্যমাণ বহুমুখী যান তৈরির কাজ শুরু হয়।

বেসরকারি ওই সংস্থার পক্ষে দীপ্তেন্দু রায় ও শুভ্রাংশু চৌধুরী বলেন, এই প্রকল্পটির জন্য পুরনো লাক্সারি বাস ব্যবহার করা হয়েছে। দু’মাসের মধ্যে কাজ শেষ হয়েছে। প্রায় ১৭লক্ষ টাকা খরচ হয়েছে। এই গাড়ির ভিতর মহিলাদের জন্য তিনটি শৌচালয় থাকছে। সঙ্গে থাকছে স্নানের সুবিধা। একটি স্তন্যপান কক্ষ, পোশাক পরিবর্তন কক্ষ এবং স্যানিটারি ভেন্ডিং মেশিন। শারীরিকভাবে অক্ষম মানুষদের জন্য রাখা হয়েছে আরেকটি শৌচাগার। পাশাপাশি চা-কফি সহ স্থানীয় মানুষের তৈরি স্নাক্সজাতীয় খাবারও মিলবে এই যানে। প্রশাসন ও বেসরকারি সংস্থার যৌথ সহযোগিতায় বোলপুর মহাসঙ্ঘের মহিলারা পরিচালনা করবেন বলে জানা গিয়েছে। রাজ্য তো বটেই, পূর্ব ভারতে এই মডেল পরীক্ষামূলকভাবে প্রথম এটি শুরু হচ্ছে বলে দাবি ওই সংস্থার। ব্যবহারিক প্রয়োগ দেখার জন্য এতে সেন্সর লাগানো হয়েছে। প্রকল্পটি সাফল্য পেলে আগামী দিনে অন্যান্য পর্যটন কেন্দ্রেও এই ভ্রাম্যমাণ বহুমুখী যান বসানো হবে।

জেলাশাসক বলেন, পর্যটকদের স্বাচ্ছন্দ্য দেওয়ার পাশাপাশি পরিবেশ দূষণ রোধ করার জন্য এই প্রকল্পটি করা হয়েছে। ব্যবহারের জন্য এই যান সম্পূর্ণভাবে প্রস্তুত। শুধুমাত্র উদ্বোধনের অপেক্ষায় আমরা মুখিয়ে আছি। আগামী দিনে মুখ্যমন্ত্রী বীরভূম জেলা সফরে এলেই এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। তারপরেই সাধারণ মানুষ ও পর্যটকদের জন্য চালু হয়ে যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Sonajhuri, #Mobile Multipurpose Cars

আরো দেখুন