রাজ্য বিভাগে ফিরে যান

বিজেপিকে ধরাশায়ী করে কাঁথির সমবায় সমিতিতে জয়ী তৃণমূল

February 1, 2022 | < 1 min read

কাঁথির রাইপুর-পশ্চিমবাড় গ্রাম পঞ্চায়েতের সিরিয়া জনকল্যাণ সমবায় সমিতির প্রতিনিধি নির্বাচনে জয়ী হল তৃণমূল। রবিবার সমিতির ১১টি আসনে নির্বাচন হয়। ১০টি আসনে জয়ী হন তৃণমূল সমর্থিত প্রার্থীরা।একটি আসনে জয়ী হন অন্য প্যানেলের আর একজন তৃণমূল সমর্থিত প্রার্থী। উল্লেখ্য, সমিতির মোট ৪২টি আসন রয়েছে। এর আগে ২৭টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। রবিবার বাকি ১১টি আসনে ভোট হয়।

এদিকে একজন প্রার্থীর আকস্মিক মৃত্যুর কারণে বাকি চারটি আসনে ভোট স্থগিত রয়েছে। সব মিলিয়ে ৪২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ৩৭টি আসনে জিতে বোর্ড দখল সুনিশ্চিত করেছে। রাইপুর পশ্চিমবাড় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা অঞ্চল তৃণমূল সভাপতি পরিমল দাস বলেন, বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার চালালেও ভোটে পর্যুদস্ত হয়েছে। মানুষ উন্নয়ন ও শান্তির পক্ষে রায় দিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #tmc, #Cooperative Bank, #Kanthi

আরো দেখুন