দেশ বিভাগে ফিরে যান

জিএসটি নিয়ে ভুল তথ্য পরিবেশনেও হাততালি! হাসির খোরাক কেন্দ্রীয় অর্থমন্ত্রী

February 2, 2022 | < 1 min read

ছবি সৌজন্যে India TV

হয় ভুলো মন, না হয় দেশবাসীকে নির্ভেজাল ধোঁকা! জিএসটি আদায়ের রেকর্ড নিয়ে বাজেট বক্তৃতায় এক নতুন দাবি করেছেন অর্থমন্ত্রী নির্মালা সীতারামন। আর তাতেই অতীতের পরিসংখ্যান পড়েছে কড়া চ্যালেঞ্জের মুখে। আট মাস আগে জিএসটির রেকর্ড আদায়ের যে তথ্য কেন্দ্র দিয়েছিল, তার থেকে নির্মলার এদিনের দাবি ৩৯৮ কোটি টাকা কম। তাও নাকি এটাই নাকি জিএসটি আদায়ের সর্বকালীন রেকর্ড! এই দাবি শুনে হতবাক বিশেষজ্ঞদের একটা বড় অংশ। অনেকেই বলছেন—হাততালি কুড়োতে মোদী সরকারেরই দেওয়া আগের তথ্য ভুলে মেরেছেন তিনি। নতুবা পরিবেশন করেছেন ভুল তথ্যই।

২০২১ সালের এপ্রিল মাস। ঢাকঢোল পিটিয়ে নির্মলা ঘোষণা করেছিলেন, জিএসটি আদায়ে রেকর্ড গড়েছে সরকার। কোভিড মহামারীর ধাক্কা সামলেও ব্যবসায়ী, শিল্পমহল তাঁকে বঞ্চিত করেনি। ফলে সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি, সেস—সব মিলিয়ে মোট আদায়ের পরিমাণ ছিল ১ লক্ষ ৪১ হাজার ৩৮৪ কোটি টাকা। দেশে ‘জিএসটি-যুগ’ চালু হওয়ার পর কর আদায়ে ওটাই ছিল সর্বকালীন রেকর্ড। কিন্তু মঙ্গলবার বাজেট পেশ করতে গিয়ে দেশবাসীকেই ধন্দে ফেলে দিলেন সীতারামন। বাজেট ভাষণে বললেন, ‘চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত জিএসটি আদায়ের পরিমাণ ১ লক্ষ ৪০ হাজার ৯৮৬ কোটি টাকা। জোরের সঙ্গে তিনি আরও ঘোষণা করলেন, ‘জিএসটি চালু হওয়ার পর এটাই সর্বাধিক আদায়। এই সাফল্য স্থিতিশীল অর্থনীতির পুনরুদ্ধারে স্পষ্ট বার্তা।’ এখানেই বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন, জিএসটি আদায়ে সরকারের কোন হিসেবটা ঠিক? ২০২১ সালের এপ্রিল মাস, নাকি ২০২২ সালের জানুয়ারি? প্রশ্ন কিন্তু অস্বস্তিকর।

TwitterFacebookWhatsAppEmailShare

#Nirmala Sitharaman, #GST

আরো দেখুন