রাজ্য বিভাগে ফিরে যান

পাড়ায় সমাধান – প্রথম দিনেই ৪৮ হাজার আবেদন জমা পড়ল

February 2, 2022 | < 1 min read

প্রথম দিনেই ব্যাপক সাড়া পড়ল ‘পাড়ায় সমাধান প্রকল্প’ নিয়ে। প্রথম দিনেই প্রায় ৪৮ হাজার আবেদন জমা পড়ল। সারা রাজ্যজুড়ে আজ মঙ্গলবার ১ হাজার ৩৯৬ টি পাড়ায় সমাধানের ক্যাম্প সংগঠিত করা হয়। কোভিড বিধি মেনে চলা এই ক্যাম্প গুলোতে এদিন প্রচুর মানুষ এসে তাদের এলাকার ছোটখাট সমস্যার কথা জানায়। মোট ৪৭ হাজার ৯৭৪ টি আবেদন পত্র জমা পড়ে। এর মধ্যে অধিকাংশই এলাকার নানান পরিকাঠামো উন্নয়নের আর্জি সংক্রান্ত আবেদন জমা পড়েছে। পরিকাঠামোগত উন্নয়নের জন্য আবেদন পড়েছে মোট ৪১ হাজার ৭৬৪ টি।

প্রসঙ্গত, পাড়ায় সমাধানের মাধ্যমে এলাকার সমস্যা পাড়াতেই মিটিয়ে ফেলার উদ্যোগ নেয় রাজ্য। এলাকার স্কুলে নতুন ক্লাসরুমের প্রয়োজন আছে কি না, কোনও এলাকায় টিউবওয়েলের প্রয়োজন থাকলে বা কোথাও কালভার্ট তৈরির দরকার পড়লে, আবেদন করা যায় পাড়ায় সমাধান ক্যাম্পের মাধ্যমে। আবার কোথাও যদি কোথাও জলাজমির পলি পরিষ্কার করার প্রয়োজন থাকে, সেই আবেদনও করা যায় এই ক্যাম্পগুলোর মাধ্যমে। নানান ক্ষেত্রে লোকবলের প্রয়োজন আছে জানিয়ে আবেদন জমা পড়েছে প্রায় ২ হাজার ৪২৭টি। বিভিন্ন সামগ্রীর প্রয়োজন আছে জানিয়ে ৩ হাজার ৭৮৩ টি আবেদন জমা পড়েছে। পাড়ায় সমাধানের মাধ্যমে আবেদনপত্র নেওয়া চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। সমস্ত আবেদনপত্র খতিয়ে দেখে ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করে ফেলতে হবে প্রকল্প তৈরির কাজ। প্রকল্পগুলি রূপায়ণের কাজ শুরু হবে আগামী ১ মার্চ থেকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Paray Samadhan

আরো দেখুন