ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে ভারতীয় শিবিরে ধাক্কা,শ্রেয়স আইয়ার সহ ৮ জন করোনায় আক্রান্ত
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজ শুরু হওয়ার আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। করোনায় আক্রান্ত হলেন ভারতের আটজন ক্রিকেটার। এঁদের মধ্যে রয়েছেন শ্রেয়স আয়ার, শিখর ধবন এবং রুতুরাজ গায়কোয়াড়। বাকি পাঁচজন দলের সাপোর্ট স্টাফের অংশ। তাঁদের নাম জানা যায়নি।
এক দিনের সিরিজ খেলতে সোমবার আমদাবাদে পৌঁছনোর পর প্রত্যেকের করোনা পরীক্ষা হয়। সেখানেই শ্রেয়স-সহ মোট আটজনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। ৬ ফেব্রুয়ারি থেকে এক দিনের সিরিজ শুরু। আক্রান্ত প্রত্যেক ক্রিকেটারকেই বাধ্যতামূলক নিভৃতবাসে থাকতে হবে। ফলে সিরিজের অন্তত প্রথম দু’টি ম্যাচে তাঁদের খেলার সম্ভাবনা ক্ষীণ। পাশাপাশি, যাঁরা এই তিন ক্রিকেটারের সংস্পর্শে এসেছেন তাঁদেরও নিভৃতবাসে যেতে হবে।
উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররাও ইতিমধ্যে ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন। তাঁদের মধ্যে কারওর করোনা ধরা পড়লে সিরিজের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠতে পারে। পাশাপাশি, ভারতীয় শিবিরে যদি করোনা ছড়িয়ে পড়ে তা হলে কী হবে, সেই উত্তরও অজানা। কোভিডের কারণে এক দিনের সিরিজ রুদ্ধ দ্বারে করার সিদ্ধান্ত নিয়েছে গুজরাত ক্রিকেট সংস্থা। তাতেও করোনার প্রকোপ থেকে ক্রিকেটারদের বাঁচানো গেল না।
তবে যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁদের একাধিক পরিবর্ত ক্রিকেটার রয়েছে দলে। ফলে ভারতের পক্ষে দল নামাতে সমস্যা হওয়ার কথা নয়।