নেতাজির হলোগ্রাম মূর্তি উধাও, ইন্ডিয়া গেটে তৃণমূল সাংসদের ধর্না
February 3, 2022 | < 1min read
হলোগ্রাম মূর্তিতেও ‘নেতাজি অন্তর্ধান রহস্য’! অন্ধকারে ঢাকল ইন্ডিয়া গেটে সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) হলোগ্রাম মূর্তি। আলো উধাও হয়ে গিয়েছে। ফলে দেখাই যাচ্ছে না মূর্তিটি। আর তা নিয়ে কার্যত প্রতিবাদে ফেটে পড়লেন তৃণমূল (TMC)সাংসদরা।
বৃহস্পতিবার সন্ধেবেলা ইন্ডিয়া গেটে তাঁরা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে শামিল সৌগত রায়, সুখেন্দুশেখর রায়করা। তাঁদের অভিযোগ, সমারোহ করে নেতাজির হলোগ্রাম মূর্তি উদ্বোধনের পর তা আঁধারে রাখা হচ্ছে। এর চেয়ে অপমানজনক কিছু হতে পারে না। তৃণমূল সাংসদদের আরও বক্তব্য, এখানেও ‘অন্তর্ধান রহস্য’। তাঁদের এই বিক্ষোভ ঘিরে চাঞ্চল্য ছড়াল ইন্ডিয়া গেট (India Gate) চত্বরে।