নির্মলার বাজেট অসম্পূর্ণ, আখ্যা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর
মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে বাজেট পেশ করেছেন, তাকে ‘অসম্পূর্ণ বাজেট’ হিসেবে আখ্যা দিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহা। বুধবার মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, যেসব সমস্যায় দেশ জর্জরিত, সেগুলিকে বাজেটে গুরুত্বই দেওয়া হয়নি। দেশ বিপুল অঙ্কের আর্থিক ঘটাতির সম্মুখীন। আবার বড় অঙ্কের টাকা ধার নিয়ে সমস্যা আরও জটিল করার পরিস্থিতি তৈরি হয়েছে। সমাজে আর্থিক বৈষম্য চরম আকার নিচ্ছে। অর্থনৈতিক উন্নয়নে তা বাধা হয়ে দাঁড়াবে। যেভাবে বেকারত্ব বাড়ছে, তা আরও সঙ্কট ডেকে আনছে। শিল্পক্ষেত্রে বিনিয়োগ নেই। ক্রমে কমছে সাধারণ মানুষের সঞ্চয়ের মাত্রা। এই সবই দেশে চরম আর্থিক সমস্যা তৈরি করছে। অথচ সেসবের দিকে কোনও নজর দেওয়া হয়নি বাজেটে, অভিযোগ করেছেন যশবন্ত সিনহা। তিনি বলেন, বিশ্ব বাজারে মুদ্রাস্ফীতি বাড়ছে। এদিকে দেশেও সব জিনিসের দাম বাড়ছে। এই মুদ্রাস্ফীতি সুদের হার বাড়াতে বাধ্য করবে। তাতে শিল্পমহল যে সবচেয়ে সমস্যায় পড়বে, তা হলফ করেই বলা যায়।