উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

অন্তর্দ্বন্দ্বে জর্জরিত বিজেপি, পুরভোটের আগে কোচবিহারে চাপে গেরুয়া শিবির

February 4, 2022 | 2 min read

পুরভোট ঘোষণা হলেও কোচবিহারে এখনও নিজেদের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারল না বিজেপি। ঠিক কবে প্রার্থী তালিকা ঘোষণা হবে, তা নিয়ে ধন্দে গেরুয়া শিবিরের নেতা-কর্মীরাই। দলের অন্দরের খবর, সম্প্রতি জেলা কমিটি ঘোষণা হওয়ার পর গোষ্ঠী কোন্দল আরও বেড়েছে। জেলার নতুন সাংগঠনিক কমিটি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিচ্ছেন একাংশ নেতা-কর্মী। অনেকে আবার রীতিমতো সোশ্যাল মিডিয়ায় নতুন জেলা কমিটি নিয়ে তাঁদের ক্ষোভ উগরে দিয়েছেন। যার জেরে পুরসভা ভোটের মুখে নতুন জেলা কমিটি ঘোষণার পর থেকে দলের অন্দরে থাকা গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসায় অস্বস্তিতে পড়েছে দলের জেলা নেতৃত্বে। তার প্রভাব পড়েছে কোচবিহার পুরসভা ভোটে প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রেও। প্রার্থী তালিকা ঘোষণা কার্যত চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে, এমনটাই অভিমত রাজনৈতিক মহলের।

পুরসভা ভোটে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যোগ্যদের বাদ দিয়ে গেরুয়া নেতাদের কাছের লোকেদের প্রার্থী করার চেষ্টা হচ্ছে বলে দলের একাংশ কর্মীর অভিযোগ। তাতেই জেলা কমিটির পর নতুন করে পুরসভা ভোটের প্রার্থী বাছাই করা নিয়ে কোন্দল প্রকাশ্যে আসছে। তৃণমূল কংগ্রেসের দাবি, গেরুয়া শিবির ছন্নছাড়া। যদিও প্রার্থী বাছাই নিয়ে প্রকাশ্যে বিজেপির কোনও নেতা বৃহস্পতিবার মুখ খুলতে চাননি।

বিজেপির এই অভ্যন্তরীণ ক্ষোভ নিয়ে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল। তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন বলেন, জেলা কমিটি ঘোষণা হওয়ার পর থেকে ওদের দলের নেতা-কর্মীরা প্রকাশ্যে ক্ষোভ উগরে দিচ্ছেন। সোশ্যাল মিডিয়ার দৌলতে তা আমরাও জানতে পারছি। যদিও ওটা ওদের দলীয় বিষয়। এতে আমার বলার কিছু নেই। তবে বিধানসভা ভোটের পর থেকে জেলায় সাংগঠনিকভাবে বিজেপির তেমন কোনও অস্তিত্ব নেই। গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে নেতা-কর্মীরা দলে দলে যোগ দিচ্ছেন। পুরসভা ভোটে কোচবিহার শহরে ওরা যাকেই প্রার্থী করুক না কেন, সব আসনেই তৃণমূলের প্রার্থীরা জয়ী হবেন।

বিজেপির কোচবিহারের নব নিযুক্ত জেলা সভাপতি সুকুমার রায় বলেন, বিধায়ক, সাধারণ সম্পাদকদের নিয়ে এদিন দলের নির্বাচন কমিটি বৈঠক হয়। আমাদের সব তৈরি আছে। নামের তালিকা রাজ্যে পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমতি পেলেই প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হবে। দলের মধ্যে কোনও বিরোধ নেই। কারা ছন্নছাড়া আর কারা সংগঠিত তা ভোটের ফল বেরলেই স্পষ্ট হয়ে যাবে।

প্রসঙ্গত, গত লোকসভা ভোট এবং একুশের বিধানসভা নির্বাচনে গোটা জেলার পাশাপাশি কোচবিহার পুর এলাকাতেও ভালো ফল করে বিজেপি। আর তাই এবারের পুরসভা ভোটেও ভালো ফলের বিষয়ে আশাবাদী গেরুয়া শিবিরের নেতারা।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #cooch behar, #Municipal Election, #bjp

আরো দেখুন