দেশ বিভাগে ফিরে যান

সামান্য নিম্নমুখী দেশের দৈনিক সংক্রমণ, মৃত্যুর সংখ্যা ১০৭২

February 4, 2022 | < 1 min read

ভ্যাকসিনেশন, কড়া বিধিনিষেধ, নাইট কার্ফু জেরে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে কোভিডের তৃতীয় ঢেউ। দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড পজিটিভ হয়েছেন প্রায় দেড় লক্ষ মানুষ। মৃত্যু হয়েছে ১০৭২ জনের, যা বৃহস্পতিবারের তুলনায় অনেকটাই বেশি। তবে কমেছে সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ১০ শতাংশের নীচে।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৪৯ হাজার ৩৯৪ জন। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ১৪ লক্ষ ৩৫ হাজার ৫৬৯। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৪৬ হাজার ৬৭৪ জন। দেশে করোনাজয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ কোটি ১৭ হাজার ৮৮ জন। একদিনে মৃত্যু হয়েছে ১০৭২ জনের। এ পর্যন্ত মৃত ৫ লক্ষ ৫৫।

পটিজিভিটি রেট ১১ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৯.২৭। মোট আক্রান্তের মধ্যে শুধু মহারাষ্ট্রেই আক্রান্ত ১৫ হাজারেরও বেশি। কেরলে আক্রান্ত ৪২ হাজার ৬৭৭। পশ্চিমবঙ্গ ২৪ ঘণ্টায় ১৯১৬ জন আক্রান্ত। দিল্লি গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ২৬৬৮ জন। একদিনে তামিলনাড়ু ও কর্নাটকে যথাক্রমে ১১৯৯৩ ও ১৬৪৩৬ জন আক্রান্ত হয়েছেন। ভোটমুখী উত্তরপ্রদেশেও বাড়ছে সংক্রমণ। ২৪ ঘণ্টায় যোগীরাজ্যে আক্রান্ত প্রায় ৫ হাজার।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৬৮ কোটি ৫৮ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ১৬ লক্ষ ১১ হাজার ৬৬৬টি।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Coronavirus, #covid19

আরো দেখুন