কলকাতা বিভাগে ফিরে যান

ফের বিপজ্জনক বাড়ি সংস্কার আইনে সংশোধন আনতে চলেছে কেএমসি

February 4, 2022 | 2 min read

বিপজ্জনক বাড়ি সংস্কার আইন ফের সংশোধন করার পথে কলকাতা পৌরনিগম (KMC to bring new amendment bill to repair old and dilapidated buildings) ৷ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ফাইল পাঠানো হয়েছে পৌর ও নগরোন্নয়ন দপ্তরে ৷

কলকাতা পৌরনিগমের কাছে অন্যতম মাথা ব্যাথার কারণ শহরে বহু বিপজ্জনক বাড়ি । যেগুলির বেশিরভাগই রয়েছে উত্তর, মধ্য ও পূর্ব কলকাতার বিস্তীর্ণ এলাকা জুড়ে । বিশেষ করে বর্ষায় যখন তখন ভেঙে পড়ছে পুরনো বাড়ি বা বাড়িগুলির একাংশ ৷ এগুলি সংস্কারের জন্য পৌর বিল্ডিং আইনের ৪১২ ধারায় সংশোধনী আনা হয়েছিল কয়েক বছর আগেই । সংশোধন করে তৈরি হয়েছিল ৪১২(এ) ধারা । এই ধারায় শহরের বিপজ্জনক বাড়িগুলির সংস্কার কাজে পৌরসভা সেখানকার বাসিন্দাদের সহযোগিতা করবে । বাড়ির অনুমোদন দেওয়ার ক্ষেত্রে মালিক ও ভাড়াটিয়া উভয় পক্ষের স্বার্থ বজায় রাখা হবে । ফলে আশা করা হয়েছিল, এর ফলে সমস্যার অনেকটা সমাধান হবে ৷ ভাড়াটে এবং বাড়িওয়ালারা এই সংশোধনীর ফলে এগিয়ে আসবেন এবং বিপদজনক বাড়ি সংস্কারে সাহায্য করবেন ।

কিন্তু বাস্তবে অধিকাংশ ক্ষেত্রেই ভাড়াটে বা মালিক কেউ সেই পথে হাঁটেননি । কলকাতা পৌরনিগম সূত্রে খবর, এই কয়েক বছর সময়ে কমবেশি মাত্র ৭০টি বিপজ্জনক বাড়ি সংশোধনী আইনে সংস্কার হয়েছে । ফলে আইন সংশোধন করে লাভের লাভ কিছু হয়নি । এদিকে, বাড়ি ভেঙে পড়ে প্রাণ গেলে পৌর কর্তৃপক্ষকে কাঠগড়ায় দাঁড়াতে হয় । তাই ফের বিল্ডিং আইনের ৪১২(এ) ধারার সংশোধনী আনার জন্য পৌর ও নগরোন্নয়ন দপ্তরে ফাইল পাঠানো হয়েছে বলেই খবর কলকাতা কর্পোরেশন সূত্রে। বিধানসভায় এই সংশোধনী প্রস্তাব আনা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি সিদ্ধান্ত হয়েছে, বিপজ্জনক বাড়িগুলির সংস্কার বাংলার বাড়ি প্রকল্পের সঙ্গে যুক্ত করা হবে । ইতিমধ্যেই এই ইচ্ছার কথা জানিয়ছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। গত পৌর অধিবেশনে ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলোরা সাহা বিষয়টি তোলেন । শহরে বিপজ্জনক বাড়ির ৪০-৪৫ শতাংশ শুধুমাত্র ২৪ নম্বর ওয়ার্ডের পাথুরিয়াঘাটা স্ট্রিট বা নিমতলা ঘাট স্ট্রিট এলাকায় । ফিরহাদ হাকিমও জানিয়েছিলেন, বিপজ্জনক বাড়িগুলি সত্যি উদ্বেগজনক । এরপরই তিনি ৪১২(এ) ধারায় সংশোধনী আনার সিদ্ধান্তের কথা জানান । কলকাতা কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে শহরে ২৭০০টি বাড়ি পুরানো বাড়ি রয়েছে । যার মধ্যে ১৫০টি অত্যন্ত বিপজ্জনক বাড়ি নিয়ে চিন্তা কলকাতা পৌরসভার কর্তাদের। এবিষয়ে বাড়ির মালিকদের সংগঠনের তরফে জানানো হয়েছে, গতবার কলকাতা পুরসভা বিল্ডিং আইনে যে সংশোধনী এনে ছিল সেখানে তাদের মতামত নেওয়া হয়নি । যে কারণে বিপজ্জনক বাড়ি সংস্কার করতে গিয়ে আরও জটিল পরিস্থিতি তৈরি হয়েছে । এবারেও তাদের মতামত নেওয়া না হলে প্রয়োজনে আদালতের দ্বারস্থ হতে হবে তাদের, জানিয়েছে সংগঠনটি ৷

TwitterFacebookWhatsAppEmailShare

#KMC, #old buildings, #firhad hakim

আরো দেখুন