খেলা বিভাগে ফিরে যান

ইডেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ হবে দর্শকহীন, জানালেন সৌরভ গাঙ্গুলি

February 4, 2022 | 2 min read

ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের একটিও ম্যাচ দেখতে পারবেন না সাধারণ দর্শকরা। শুক্রবার সংবাদ সংস্থাকে এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি জানিয়েছেন, ক্রিকেটারদের সুরক্ষা নিয়ে তিনি একটু আপস করতে চান না।

সৌরভ বলেছেন, “সরকারি ভাবে জানিয়ে দিতে চাই, আমরা ইডেন গার্ডেন্সে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য কোনও দর্শককে প্রবেশ করতে দিচ্ছি না। সাধারণ মানুষকে কোনও টিকিট দেওয়া হবে না। শুধুমাত্র সিএবি আধিকারিক এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের অনুমতি দেওয়া হবে।”

সৌরভ আরও বলেছেন, “দর্শকদের প্রবেশের অনুমতি দিয়ে ক্রিকেটারদের সুরক্ষার সঙ্গে আপস করতে পারব না। আজীবন সদস্য বা সহযোগী সদস্যদের জন্য যে স্ট্যান্ড, সেখানেও কোনও টিকিট দেওয়া হবে না। হ্যাঁ, পশ্চিমবঙ্গ সরকারের ছাড়পত্র আমরা পেয়েছি। কিন্তু বিসিসিআই ক্রিকেটারদের স্বাস্থ্য এবং নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না।”

উল্লেখ্য, আমদাবাদে এক দিনের সিরিজ যে রুদ্ধ দ্বারে হবে, সে কথা আগেই ঘোষণা করে দেওয়া হয়েছিল। কিন্তু ইডেনে ম্যাচের জন্য রাজ্য সরকার ৭৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়ে দেওয়ায় প্রশ্ন উঠেছিল, দুই সিরিজের জন্য দু’রকম ব্যবস্থা আদৌ বোর্ড করতে চাইছে কি না। সিএবি-র তরফেও ইতিমধ্যে টিকিট ছাপতে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু শুক্রবার সৌরভের কথায় পরিষ্কার, সাধারণ মানুষ এ বারের মত ম্যাচ দেখতে পারবেন না।

গত নভেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করা হয়েছিল ইডেনে। সেই ম্যাচ দেখতে ৭০ শতাংশ দর্শক হাজির ছিলেন। ওই ম্যাচেও বিভিন্ন জায়গায় কোভিডবিধি ভঙ্গ করতে দেখা গিয়েছিল সাধারণ মানুষকে। ভারতে করোনা সংক্রমণ কমলেও এখনও তা লাখের উপরে। পাশাপাশি এক দিনের সিরিজ খেলার আগেই ভারতীয় দলের একাধিক ক্রিকেটার করোনায় আক্রান্ত। ফলে নতুন করে ঝুঁকি নিতে চাইছে না বোর্ড।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Sourav Ganguly, #covid 19, #BCCI, #Eden Gardens, #West Indies

আরো দেখুন