‘মুম্বইয়ে তিন শতাংশ দম্পতির বিবাহ বিচ্ছেদের কারণ যানজট’, আজব দাবি দেবেন্দ্র ফড়নবীশের স্ত্রীর
মুম্বইয়ে তিন শতাংশ দম্পতির বিবাহ বিচ্ছেদের কারণ হল যানজট (Traffic Jam leads to Divorce)। শনিবার এমনই মন্তব্য করতে শোনা গেল দেবেন্দ্র ফড়নবীশের স্ত্রী অম্রুত ফড়নবীশকে। বাণিজ্য নগরীর যানজট পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের একটি প্রশ্নের উত্তরে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রীর এই বক্তব্যটি করেন। তাঁর এই উদ্ভট দাবি ঘিরে হাসির রোল উঠেছে জাতীয় রাজনীতিতে। বিবাহবিচ্ছেদের কারণ নিয়ে এ হেন ব্যাখ্যার জন্য তাঁর সমালোচনাও হচ্ছে বিস্তর।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অম্রুত ফড়নবীশ বলেন, ”আমি নিজেও বহুবার রাস্তাভর্তি গর্ত থাকার কারণে যানজটে আটকে ভোগান্তির শিকার হয়েছি। আমি দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী, সেটা ভুলে যান। আমি একজন নারী হিসাবে আপনাদের এ কথা বলছি। রাস্তায় এই গর্ত এবং যানজট কী ভাবে আমাদের সমস্যায় ফেলে, তা নিয়ে আমারও অভিজ্ঞতা আছে।” এরপরই তাঁর সংযোজন, ”মুম্বইয়ের যানজটই এ শহরের তিন শতাংশ বিবাহবিচ্ছেদের কারণ। যানজটের জেরেই মানুষ তাঁর পরিবারকে সময় দিতে পারে না।” আর এ কারণেই তিনি রাজ্য সরকারকে বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিতে অনুরোধ জানিয়েছেন। এ ছাড়াও বর্তমান রাজ্য সরকারকে ‘তোলাবাজ’ বলেও কটাক্ষ করেন।
অম্রুত ফড়নবীশের নাম উল্লেখ না করে শিবসেনার নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেন, ”দিনের সেরা (অযৌক্তিক) যুক্তি।” একই টুইটে প্রিয়াঙ্কা আরও লিখেছেন, ”এই মন্তব্য বেঙ্গালুরুর পরিবারগুলিরও শোনা উচিত। আপনাদের বিয়ের জন্যও এই খবর খারাপ হতে পারে।” টুইট শেষে একটি হাসির ইমোজিও জুড়ে দিয়েছেন প্রিয়াঙ্কা। নেটপাড়াতেও অম্রুতের এই মন্তব্য নিয়ে মিম তৈরি হতে শুরু করেছে। অনেক সোশ্যাল ব্যবহারকারী অম্রুত ফড়নবীশকে কটুক্তি করেছেন। মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকর কটাক্ষের সুরে বলেন, ”আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী অম্রুতা ফড়নবীশ। তাঁর এই আজগুবি দাবিতে আমি হতবাক। বিবাহবিচ্ছেদের পেছনে বহু কারণ থাকতে পারে। তবে এমন কোনও কারণ আমি এই প্রথম শুনলাম।”
এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন দেবেন্দ্র ফড়নবীশের স্ত্রী অম্রুতা। তাঁদের পরিবারের এক ঘনিষ্ঠ আত্মীয় ২৩ বছরের যুবক সেই সময় করোনা টিকা নিয়েছিলেন, যখন দেশে কেবলমাত্র ৪৫-ঊর্ধ্বদেরই টিকাকরণ বৈধ ছিল। এই ঘটনা নিয়ে শোরগোলের পড়তেই BJP নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী অম্রুতা ফড়নবীশ এক টুইট বার্তায় লিখেছিলেন, ”কেউ নিয়ম এবং আইনের ঊর্ধ্বে নয়। আইন আইনের পথে চলুক এবং আমরা এই বিষয়ে সত্যের পক্ষে। দয়া করে ব্যবস্থা নিন যাতে আর কেউ এইভাবে লাইন ভাঙতে না পারে।” ঘটনাচক্রে তিনি সেই সময় এই টুইটে ট্যাগ করেছিলেন শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদীকে। যিনি তখনও এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন।