রাজ্য বিভাগে ফিরে যান

এবার বাঘের পায়ের ছাপের দেখা মিলল রায়দিঘিতে

February 5, 2022 | < 1 min read

এবার বাঘের পায়ের ছাপ মিলল রায়দিঘিতে। স্বভাবতই আতঙ্ক ছড়িয়ে পড়েছে জঙ্গল লাগোয়া গ্রামে। মথুরাপুর ২ ব্লকের নগেন্দ্রপুর পঞ্চায়েতের দমকল হালদারপাড়ায় ঠাকুরান নদীর চরে পায়ের ছাপ দেখতে পান বাসিন্দারা। কেউ কেউ এমন দাবিও করেছেন যে, তাঁরা সচক্ষে বাঘ দেখেছেন। শুক্রবার দক্ষিণরায়ের পদচিহ্নের কথা শুনে দলবল নিয়ে চলে আসেন বনদপ্তরের রায়দিঘি রেঞ্জের নলগড়া বিটের কর্মীরা। নদীতে জোয়ার থাকায় প্রথমে বাঘের পায়ের ছাপ বুঝতে পারেননি তাঁরা।

ভাটায় জল নামতেই স্পষ্ট হয় বাঘের পায়ের দাগ। বনদপ্তরের কর্তাদের প্রাথমিক অনুমান, আজমলমারি ১২ নম্বর জঙ্গল থেকে বেরিয়ে ঠাকুরান নদী পেরিয়ে গ্রামের দিকে চলে এসেছে বাঘ। তাঁদের ধারণা, পরে পাথরপ্রতিমার পূর্ব সুরেন্দ্রনগর সংলগ্ন জঙ্গলে চলে যেতে পারে সেটি। কারণ, ওই এলাকাতেও পায়ের ছাপের দাগ মিলেছে। তবে আতঙ্কের কিছু নেই, এমনটাই দাবি করেছেন বনকর্মীরা। তাঁরা নিয়মিত নজরদারি চালাচ্ছেন। দমকলের বাসিন্দা ইয়াসিন গাজি বলেন, বৃহস্পতিবার রাতে তিনি মৎস্যজীবী পঞ্চু হালদারের মাছের ভেড়ির কাছে বাঘটিকে এক ঝলক দেখতে পেয়েছেন। নিমেষের মধ্যে সে গায়েব হয়ে গিয়েছে। এরপরেই খবর জানাজানি হয়। এর জেরে গ্রামে আতঙ্ক ছড়িয়েছে। বনকর্মীদের বক্তব্য, বাঘটি জঙ্গলে চলে গিয়েছে। বাঘটি তিনটি নদী পেরিয়ে এই লোকালয়ের কাছে চলে এসেছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#tiger, #Foot Print

আরো দেখুন