খেলা বিভাগে ফিরে যান

৪ উইকেটে ইংল্যান্ডকে দুরমুশ করে পঞ্চমবার অনূর্ধ্ব ১৯ বিশ্বচ্যাম্পিয়ন ভারত

February 6, 2022 | 3 min read

ধারাবাহিকতা বজায় রেখে ফের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের খেতাব ঘরে তুলল ভারত। এই নিয়ে মোট ৮ বার টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নেয় ভারতীয় যুব দল। তারা চ্যাম্পিয়ন হয় পাঁচবার। অন্যদিকে, ইংল্যান্ড এই নিয়ে দ্বিতীয়বার যুব বিশ্বকাপের ফাইনালের টিকিট হাতে পায়। এর আগে তারা ১৯৯৮ সালে একবার মাত্র যুব বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। সেবার চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড। এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয় ব্রিটিশদের।

টুর্নামেন্টের সেরা ব্রেভিস

সর্বোচ্চ রান সংগ্রহকারী ডেওয়াল্ড ব্রেভিস যুব বিশ্বকাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হন। তিনি ৫০৬ রান করার পাশাপাশি ৭টি উইকেটও নিয়েছেন। 

ম্যাচের সেরা রাজ

বল হাতে ৩১ রানে ৫ উইকেট, ব্যাট হাতে ৫৪ বলে ৩৫ রানের কার্যকরী ইনিংস। সঙ্গত কারণেই বিশ্বকাপ ফাইনালের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন ভারতের রাজ বাওয়া।

পঞ্চমবার যুব বিশ্বকাপের খেতাব ঘরে তুলল ভারত

১. ভারত ২০০০ সালে মহম্মদ কাইফের নেতৃত্বে প্রথমবার যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়।
২. বিরাট কোহলির নেতৃত্বে ২০০৮ সালে দ্বিতীয়বার যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল।
৩. ক্যাপ্টেন উন্মুক্ত চাঁদ ২০১২ সালে ভারতকে তৃতীয় বিশ্বকাপের ট্রফি এনে দেন।
৪. পৃথ্বী শ-র হাত ধরে ২০১৮ সালে ভারত যুব বিশ্বকাপের চার নম্বর ট্রফি জেতে।
৫. এবার যশ ধুলের নেতৃত্বে ফের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারতীয় যুব দল।

ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ভারত

জয়ের জন্য ১৯০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নামে ভারত। তারা ৪৭.৪ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৯৫ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জেতে ভারতীয় যুব দল। দীনেশ ২টি ছক্কার সাহায্যে ৫ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন। নিশান্ত সিন্ধু ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৪ বলে ৫০ রান করে নট-আউট থেকে যান। এছাড়া ভারতের হয়ে হরনূর ২১, রশাদ ৫০, যশ ধুল ১৭, রাজ বাওয়া ৩৫ ও কৌশল তাম্বে ১ রান করেন। খাতা খুলতে পারেননি অংকৃষ। ইংল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন বয়ডেন, সেলস ও আসপিনওয়াল।

জোড়া ছক্কায় ম্যাচ জেতালেন দীনেশ

৪৮তম ওভারে সেলসের তৃতীয় ও চতুর্থ বলে পরপর দু’টি ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন উইকেটকিপার দীনেশ বনা। ঠিক এভাবেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে ছক্কা হাঁকিয়ে ভারতকে দ্বিতীয়বার ওয়ান ডে বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন মহেন্দ্র সিং ধোনি।

হাফ-সেঞ্চুরি সিন্ধুর

চাপের মুখে দুর্দান্ত হাফ-সেঞ্চুরি নিশান্ত সিন্ধুর। ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৪ বলে ৫০ রান পূর্ণ করেন নিশান্ত।

কৌশল তাম্বে আউট

৪৬.২ ওভারে আসপিনওয়ালের বলে রেহানের হাতে ঝরা পড়েন কৌশল তাম্বে। ৯ বলে ১ রান করেন কৌশল। ভারত ১৭৬ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান দীনশ বনা।

৪৫ ওভারে ভারত ১৭৪/৫

৪৫ ওভার শেষে ভারত ৫ উইকেটের বিনিময়ে ১৭৪ রান তুলেছে। জয়ের জন্য শেষ ৫ ওভারে তাদের দরকার ১৬ রান। নিশান্ত সিন্ধু ৪৩ রানে ব্যাট করছেন।

রাজ বাওয়া আউট

৪২.৬ ওভারে জোশুয়া বয়ডেনের বলে টম প্রেস্টের হাতে ধরা পড়েন রাজ বাওয়া। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৪ বলে ৩৫ রানের কার্যকরী ইনিংস খেলেন রাজ। ভারত ১৬৪ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কৌশল তাম্বে।

১৫০ টপকাল ভারত

৪১তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ৪১ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১৫৫ রান। জয়ের জন্য ৫৪ বলে ৩৫ রান দরকার ভারতের। রাজ বাওয়া ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ২৮ রান করেছেন। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৩১ রান করেছেন নিশান্ত সিন্ধু।

১৩ ওভারে দরকার ৫৭

জয়ের জন্য শেষ ১৩ ওভারে ভারতের দরকার ৫৭ রান। সুতরাং ওভার প্রতি ৪.৩৮ রান দরকার ভারতের। আপাতত ৩৭ ওভার শেষে ভারতীয় যুব দল ৪ উইকেটের বিনিময়ে ১৩৩ রান তুলেছে। রাজ বাওয়া ৩০ বলে ১৬ রান করেছেন। ২৮ বলে ২২ রান করেছেন নিশান্ত সিন্ধু। নিশান্ত ২টি চার মেরেছেন। রাজ ১টি বাউন্ডারি

৩২ ওভারে ভারত ১০৯/৪

৩২ ওভার শেষে ভারত ৪ উইকেটের বিনিময়ে ১০৯ রান তুলেছে। নিশান্ত সিন্ধু ১০ ও রাজ বাওয়া ব্যক্তিগত ৪ রানে অপরাজিত রয়েছেন।

যশ ধুল আউট

জোরালো ধাক্কা ভারতীয় শিবিরে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে যে দু’জন ভারতীয় দলকে জয়ের মঞ্চে বসিয়ে দিয়েছিলেন, সেই রশিদ ও যশ ধুল আউট হলেন ফাইনালে। ২৮.২ ওভারে সেলসের বলে বেলের হাতে ধরা পড়েন যশ। ১টি বাউন্ডারির সাহায্যে ৩২ বলে ১৭ রান করেন তিনি। ভারত দলগত ৯৭ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রাজ বাওয়া।

হাফ-সেঞ্চুরি করেই আউট রশিদ

৬টি বাউন্ডারির সাহায্যে ৮৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রশিদ। তবে ঠিক তার পরের বলেই আউট হয়ে বসেন তিনি। ২৬.৬ ওভারে সেলসের বলে রিউয়ের হাতে ধরা পড়েন রশিদ। ভারত ৯৫ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান নিশান্ত সিন্ধু।

২৫ ওভারে ভারতের দরকার ১০১

অর্ধের ইনিংস শেষ। ২৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৮৯ রান। সুতরাং জয়ের জন্য শেষ ২৫ ওভারে ভারতের দরকার ১০১ রান। রশিদ ৮০ বলে ৪৭ রান করেছেন। তিনি ৬টি বাউন্ডারি মেরেছেন। যশ ধুল করেছেন ২২ বলে ১৪ রান। তিনি ১টি বাউন্ডারি মেরেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Champion, #India Vs England, #Yash Dhull, #U19 World Cup 2022, #U19 WC, #ind 19 vs eng 19

আরো দেখুন