আজীবন কুমারী থেকেছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, কেন বিয়ে করেননি জানেন?
লতা মঙ্গেশকর প্রয়াত। বয়স হয়েছিল ৯২ বছর। প্রায় চার সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন শিল্পী। সম্প্রতি অবস্থার উন্নতিও হচ্ছিল। কিন্তু শনিবার আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। দিতে হয় ভেন্টিলেশনে। সেখান থেকে আর ফেরানো যায়নি লতাকে। রবিবার সকালে তিনি প্রয়াত হন। আজীবন কুমারী থেকেছেন লতা মঙ্গেশকর (Lata Mangeshkar on Marriage)। লতা মঙ্গেশকরের চার ভাইবোন রয়েছে। তাদের মধ্যে রয়েছেন মীনা খান্দিকার, আশা ভোঁসলে, উষা মঙ্গেশকর এবং হৃদয়নাথ মঙ্গেশকর। সকল ভাইবোনের মধ্যে লতা মঙ্গেশকর ছিলেন সবার বড়। কিন্তু কোনওদিন বিয়ে করেননি তিনি। কিন্তু কেন?
২০১১ সালে একটি সাক্ষাৎকারে লতা মঙ্গেশকরকে বিয়ে করেননি কেন তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল (Lata Mangeshkar on Marriage)। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ‘বিয়ে না করা নিয়ে কখনও আক্ষেপ হয়?’ তিনি বলেছিলেন, ‘না, সবই ঈশ্বরের ইচ্ছেয় হয়। যা হয় ভালোর জন্য হয়, আর যা হয় না তাও ভালোর জন্যই হয়। আজ থেকে চার-পাঁচ দশক আগে এই প্রশ্ন করলে হয়তো জবাব ভিন্ন হত। কিন্তু এখন এসব নিয়ে ভাবার কোনও অবকাশ নেই আমার’।
শোনা যায়, লতা মঙ্গেশকর তাঁর ছোট ভাইবোনের দায়িত্বের কারণে কখনো বিয়ে করেননি (Lata Mangeshkar on Marriage)। এক সাক্ষাৎকারে লতার বোন মীনাতাই মঙ্গেশকর এই কথা জানিয়েছেন। মীনাতাই বলেছিলেন, ‘লতার সবকিছু ছিল, কিন্তু আমরাও ছিলাম। সে আমাদের ছাড়া কিছুই করতে পারেনি। যদি সে বিয়ে করত, তাহলে আমাদের থেকে দূরে হয়ে যেত। সে এগুলো চায়নি।’ আরেক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে লতা মঙ্গেশকর বলেছিলেন, ‘একমাত্র আমার মা আমার বিয়ে নিয়ে জোরাজুরি করতেন, একসময় তিনিও হাল ছেড়ে দেন। আমার কাছে আমার পরিবার বিয়ের চেয়ে বেশি জরুরি ছিল। কিন্তু এমনটা অস্বীকার করব না যে আমাকে কোনওদিন একাকীত্ব ঘিরে ধরেনি, তাহলে তো আমি মানুষই হতাম না। বিবাহিত হোন কিংবা সিঙ্গেল, একাকীত্ব সবার জীবনে আছে। কখনও কখনও এই একাকীত্ব ক্ষতিকারক হয়, তবে আমি বলব আমি খুব সৌভাগ্যবান যে ভালোবাসার মানুষরা আমার আশেপাশে সবসময় থেকেছে’।
কোভিডে আক্রান্ত হওয়ায় গত ১১ জানুয়ারি তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন নবতিপর শিল্পী। প্রথম থেকেই তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছিল। ৩০ জানুয়ারি শিল্পীর কোভিড নেগেটিভ রিপোর্ট আসে। কিন্তু বয়সজনিত নানা সমস্যার কারণে শেষ পর্যন্ত আর লড়তে পারলেন না তিনি। মাল্টি অর্গান ফেলিওর হয়ে প্রয়াত হন সুরসম্রাজ্ঞী।