বিনোদন বিভাগে ফিরে যান

মেরি আওয়াজ হি পেহচান হ্যায়… সুর সম্রাজ্ঞীর কিছু অদেখা ছবি

February 6, 2022 | 2 min read

লতা মঙ্গেশকর প্রয়াত। বয়স হয়েছিল ৯২ বছর। প্রায় চার সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন শিল্পী। ফাইল চিত্র

সম্প্রতি অবস্থার উন্নতিও হচ্ছিল। কিন্তু শনিবার থেকেই আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। দিতে হয় ভেন্টিলেশনে। সেখান থেকে আর ফেরানো যায়নি লতাকে। ফাইল চিত্র

Image

এর আগেও সঙ্কটজনক অবস্থায় একাধিক বার হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল লতাকে। কিন্তু অনুরাগীদের আশ্বস্ত করে প্রত্যেকবারই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন। ফাইল চিত্র

 ২৮ সেপ্টেম্বর ১৯২৯ সালে জন্মগ্রহণ করেছিলেন লতা মঙ্গেশকর। ভারতের ৩৬টি ভাষায় গান গেয়েছেন তিনি। তবে হিন্দি ও মারাঠি ভাষায় তাঁর গাওয়া গানের সংখ্যাই বেশি। ১৯৮৯ সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিতা হন তিনি।  File Photo

২৮ সেপ্টেম্বর ১৯২৯ সালে জন্মগ্রহণ করেছিলেন লতা মঙ্গেশকর। ভারতের ৩৬টি ভাষায় গান গেয়েছেন তিনি। তবে হিন্দি ও মারাঠি ভাষায় তাঁর গাওয়া গানের সংখ্যাই বেশি। ১৯৮৯ সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিতা হন তিনি। ফাইল চিত্র

 মাত্র ১৩ বছর বয়সে বাবাকে হারান। তার আগে অবশ্য বাবার হাত ধরেই অভিনয় এবং গান শিখতে শুরু করে দিয়েছিলেন। ১৩-১৪ বছর বয়সেই প্রথম বার সিনেমায় গান গাওয়া। মরাঠি ছবিতে। মুম্বই যাওয়ার পর ১৯৪৮ সালে প্রথম হিন্দি ছবিতে গান। ‘মজবুর’ ছবিতে। File Photo

মাত্র ১৩ বছর বয়সে বাবাকে হারান। তার আগে অবশ্য বাবার হাত ধরেই অভিনয় এবং গান শিখতে শুরু করে দিয়েছিলেন। ১৩-১৪ বছর বয়সেই প্রথম বার সিনেমায় গান গাওয়া। মরাঠি ছবিতে। মুম্বই যাওয়ার পর ১৯৪৮ সালে প্রথম হিন্দি ছবিতে গান। ‘মজবুর’ ছবিতে। ফাইল চিত্র

 ২০০১ সালে ভারতরত্নে সম্মানিত হন লতা মঙ্গেশকর। ভারতীয় সঙ্গীতজগতে অসামান্য অবদান রয়েছে তাঁর। বাংলা ভাষাতেও ১৮৫টি গান গেয়েছেন তিনি। File Photo

২০০১ সালে ভারতরত্নে সম্মানিত হন লতা মঙ্গেশকর। ভারতীয় সঙ্গীতজগতে অসামান্য অবদান রয়েছে তাঁর। বাংলা ভাষাতেও ১৮৫টি গান গেয়েছেন তিনি। ফাইল চিত্র

 গত কয়েকদিন ২৪ ঘণ্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন লতা মঙ্গেশকর। চিকিৎসকরা তাঁর ভক্তদের অনুরোধ করেছিলেন, কিংবদন্তি শিল্পীর আরোগ্য কামনায় যেন প্রার্থনা করা হয়। কিন্তু লতা মঙ্গেশকরের অগণিত ভক্তের প্রার্থনা শেষমেশ কাজে এল না। ভারতীয় সঙ্গীত জগতে অপূরণীয় শূন্যস্থান তৈরি করে চলে গেলেন লতা মঙ্গেশকর। File Photo

গত কয়েকদিন ২৪ ঘণ্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন লতা মঙ্গেশকর। চিকিৎসকরা তাঁর ভক্তদের অনুরোধ করেছিলেন, কিংবদন্তি শিল্পীর আরোগ্য কামনায় যেন প্রার্থনা করা হয়। কিন্তু লতা মঙ্গেশকরের অগণিত ভক্তের প্রার্থনা শেষমেশ কাজে এল না। ভারতীয় সঙ্গীত জগতে অপূরণীয় শূন্যস্থান তৈরি করে চলে গেলেন লতা মঙ্গেশকর। ফাইল চিত্র

TwitterFacebookWhatsAppEmailShare

#Lata Mangeshkar, #Singer

আরো দেখুন