বিনোদন বিভাগে ফিরে যান

‘কর্মের মধ্য দিয়ে চিরকাল বেঁচে থাকবেন লতা মঙ্গেশকর’, শোকপ্রকাশ শেখ হাসিনার

February 6, 2022 | 2 min read

৬ জানুয়ারি ২০২২, রবিবাসরীয় সকালে এল চরম দুঃসংবাদ। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। দু’দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শুধু ভারত নয়, ওপার বাংলাতেও শোকের ছায়া। কাঁদছে ভক্তদের অন্দর।

লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর ঢাকার কার্যালয় থেকে একটি শোকবার্তা প্রকাশ করা হয়েছে। তিনি বলেছেন, “সুরসম্রাজ্ঞীর মৃত্যুতে উপমহাদেশের সঙ্গীতাঙ্গনে এক বিশাল শূন্যতার সৃষ্টি হল।” তিনি আরও বলেন, “লতা মঙ্গেশকর তাঁর কর্মের মধ্য দিয়ে চিরদিন এ অঞ্চলের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।” বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে শোকবার্তা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়, “কিংবদন্তি সঙ্গীত শিল্পী, ভারতরত্ন লতা মঙ্গেশকরের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর সৃষ্টি গানের সম্ভার দিয়ে দীর্ঘদিন দীর্ঘদিন সাধারণ মানুষের হৃদয় জয় করেছেন সুর সম্রাজ্ঞী। তিনি সারা জীবন আমাদের হৃদয়ে থাকবে।”

লতা মঙ্গেশকরের মৃত্যুর খবরে শোকার্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকপ্রকাশ করে তিনি বলেন, ”এ শোক ভাষায় ব্যক্ত করতে পারব না। আমার আদরের লতা দিদি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তাঁর প্রয়াণে এমন একটি শূন্যস্থান তৈরি হল, যা পূরণ করা যাবে না। ভবিষ্যৎ প্রজন্ম তাঁকে ভারতীয় সংস্কৃতির একজন অনন্য ব্যক্তিত্ব হিসেবে মনে রাখবে, সুরেলা কণ্ঠ দিয়ে মানুষকে মন্ত্রমুগ্ধ করার এক অতুলনীয় ক্ষমতা ছিল তাঁর।লতাদিদির কাছ থেকে যে অগাধ স্নেহ পেয়েছি তা আমার কাছে সম্মানের।”

রাষ্ট্রপতির রামনাথ কোবিন্দ লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকপ্রকাশ করে বলেন, ”কিংবদন্তী শিল্পী শতাব্দীতে একবারই জন্মায়। একজন ভারতরত্ন। লতাজির কৃতিত্ব অতুলনীয় থাকবে।” অন্যদিকে, সুরসাম্রাজ্ঞীর মৃত্যুতে শোকে বিহ্বল মমতা বন্দ্যোপাধ্যাও। শোকবার্তায় তিনি লিখেছেন, ”সুর সম্রাজ্ঞী ও অনন্য প্রতিভাময়ী সর্বজনশ্রদ্ধেয় লতা মঙ্গেশকর দীর্ঘ আট দশক ধরে কণ্ঠের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন। হিন্দি, মারাঠি, বাংলা সহ ছত্রিশটিরও বেশি ভারতীয় ও বিদেশি ভাষায় তাঁর গাওয়া অগণিত ক্লাসিকাল,গজল, ভজন, আধুনিক ও সিনেমার গান আজও সমান জনপ্রিয়। বাংলার সঙ্গীতজগতের সঙ্গে তাঁর গভীর যোগ ছিল। আমাদের নক্ষত্রদের সাধনা ও তাঁর প্রতিভা পরস্পরকে সমৃদ্ধ ও অভিষিক্ত করেছিল।”

TwitterFacebookWhatsAppEmailShare

#Lata Mangeshkar, #Shekh hasina

আরো দেখুন