এবার পুরভোটে ‘হকি খেলা’-র দাওয়াই অনুব্রতর
ফের ভোটের দামামা বাজতেই নিজস্ব কায়দায় বিরোধীদের হুমকি দিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। পুরভোটে ‘হকি খেলা’ হবে বলে এদিন মন্তব্য করেন তিনি। অনুব্রতর মন্তব্যে বিজেপির কটাক্ষ, দলনেত্রীর আশকারায় অনুব্রত রয়েছেন অনুব্রততেই।
এদিন সাংবাদিক বৈঠকে অনুব্রত মণ্ডল বলেন, ‘বিধানসভা নির্বাচনে বিধানসভার মতো খেলা হয়েছে। এটা স্থানীয় নির্বাচন তার মতো খেলা হবে। খেলায় যা যা দরকার সব থাকবে। ক্রিকেট হলে ব্যাট থাকবে, হকি হলে হকিস্টিক থাকবে, ফুটবল হলে ফুটবল থাকবে, ব্যাডমিন্টন হলে ব্যাডমিন্টন থাকবে।’ এর পরই অনুব্রত মণ্ডল বলেন, ‘হকি হলেই ভালো হবে না? হকি খেলাই হোক তাহলে।’
বিজেপির প্রশ্ন, প্রতি নির্বাচনের আগে পরোক্ষে এরকম হুঁশিয়ারি দিয়ে কী করে পার পেয়ে যান অনুব্রত? দলনেত্রীর হাত মাথায় থাকায় তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় না পুলিশ। ফলে আদালতকে হস্তক্ষেপ পর্যন্ত করতে হয়। অনুব্রতর বাড়বাড়ন্তে জেলায় নির্বাচনের নামে কার্যত প্রহসন হয়।
পুর নির্বাচনে বীরভূমের ৫টি পুরসভায় ভোট হবে। সিউড়ি, রামপুরহাট, সাঁইথিয়া, বোলপুর ও দুবরাজপুরে হবে ভোট। শুক্রবার দলের প্রার্থীতালিকা ঘোষণার পর রাজ্যের প্রায় সর্বত্র দলের একাংশে বিক্ষোভ দেখা গেলেও বীরভূম থেকে এখনো তেমন কোনও খবর আসেনি।