রাজ্য বিভাগে ফিরে যান

রবীন্দ্রসদনে ‘সুরসম্রাজ্ঞী’ লতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন মমতা

February 7, 2022 | < 1 min read

কথা ছিল না আসার। কিন্তু ঝটিকা সফরে তিনি এসে হাজির। কারণ তিনি ভুলতে পারছেন না সেই কোকিল কন্ঠ। তাই ছুটে এলেন শ্রদ্ধা জানাতে। হ্যাঁ, তিনি প্রয়াত সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। যাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ছুটে এলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার বিকেলে তাঁর উত্তরপ্রদেশ যাওয়ার কথা। তার আগে দেশের গায়িকাকে শ্রদ্ধা জানাতে রবীন্দ্র সদনে উপস্থিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুর সম্রাজ্ঞীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী।

তখন গোটা রবীন্দ্র সদনে বেজে উঠেছে নাইটিঙ্গল লতা মঙ্গেশকরের সব কালজয়ী গান। এখানে সাধারণ মানুষের শ্রদ্ধা জানাবার জন্য ব্যবস্থা করেছিল রাজ্য সরকার। আর বিকেলে ঝটিকা সফরে এসে মুখমন্ত্রী সাধারণের মাঝে উপস্থিত হলেন। মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন অরূপ রায়, শশী পাঁজা, মদন মিত্র, দেবাশিস কুমার, ইন্দ্রনীল সেন প্রমুখ।

উল্লেখ্য, আজ, সোমবার অর্ধদিবস ছুটিও ঘোষণা করেছে রাজ্য সরকার। রবিবার সকালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সঙ্গীতজগতের নক্ষত্র লতা মঙ্গেশকর। সরস্বতী পুজোর দিন, শনিবারই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। সকলকে কাঁদিয়ে রবিবার না ফেরার দেশে চলে গেলেন তিনি।

শোকবার্তায় বাংলার মুখ্যমন্ত্রী লেখেন, ‘‌সুর সম্রাজ্ঞী ও অনন্য প্রতিভাময়ী সর্বজনশ্রদ্ধেয় লতা মঙ্গেশকর দীর্ঘ আট দশক ধরে কণ্ঠের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন। হিন্দি, মারাঠি, বাংলা–সহ ৩৬টিরও বেশি ভারতীয় ও বিদেশি ভাষায় তাঁর গাওয়া অগণিত ক্লাসিকাল, গজল, ভজন, আধুনিক ও সিনেমার গান আজও সমান জনপ্রিয়। বাংলার সঙ্গীতজগতের সঙ্গে তাঁর গভীর যোগ ছিল। আমাদের নক্ষত্রদের সাধনা ও তাঁর প্রতিভা পরস্পরকে সমৃদ্ধ ও অভিষিক্ত করেছিল।’‌

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Lata Mangeshkar, #Rabindra Sadan

আরো দেখুন