রাজ্য বিভাগে ফিরে যান

পুরভোটে কে কোন এলাকায় দায়িত্বে আছেন, সাংবাদিক বৈঠকে জানালেন পার্থ

February 7, 2022 | < 1 min read

প্রার্থীতালিকা নিয়ে জেলায় জেলায় তৃণমূলের বিক্ষোভ। এই পরিস্থিতিতে আজ সাংবাদিকদের মুখোমুখি হলেন দলের মুখ্যসচিব পার্থ চট্টোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে তিনি বলেন ‘প্রার্থী তালিকায় সই করেছি আমি ও সুব্রত বক্সী। জেলা সভাপতিদের কাছে সেই তালিকা পাঠানো হয়েছে। যেখানে সমস্যা ছিল, সেগুলিও ঠিক করে গতকাল পাঠানো হয়েছে। এই প্রার্থী তালিকা নিয়ে আর ক্ষোভ থাকা উচিত নয়। মমতার উন্নয়নে সবাই সামিল হতে চাইছেন। কিন্তু প্রার্থী তো একজনই হন, সবাইকে প্রার্থী করা যায় না। দলের নেত্রী এক, প্রতীক এক, সবাই দলের পাশে দাঁড়ান। গতবারের থেকেও বেশি আসনে তৃণমূলকে জয়ী করতে হবে।’

এদিন কে কোন এলাকার ভোটের দায়িত্বে রয়েছেন তাও পরিষ্কার করেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের দায়িত্বে পুলক রায়। উত্তর ২৪ পরগনায় ভোটের দায়িত্বে জ্যোতিপ্রিয় মল্লিক ও পার্থ ভৌমিক। দক্ষিণ ২৪ পরগনার দায়িত্বে শুভাশিস চক্রবর্তী, অরূপ বিশ্বাস। মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে তৃণমূলের নির্বাচনী কোঅর্ডিনেটর ফিরহাদ হাকিম, দার্জিলিং গৌতম দেব। মালদায় সুব্রত বক্সী, ঝাড়গ্রামে পার্থ চট্টোপাধ্যায় , পুরুলিয়ায় এবং বাঁকুড়া মলয় ঘটক, জলপাইগুড়িতে সৌরভ চক্রবর্তীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও পার্থবাবু জানান, নদিয়ায় তৃণমূলের নির্বাচনী কোঅর্ডিনেটর ব্রাত্য বসু, পার্থ চট্টোপাধ্যায়, সুখেন্দুশেখর রায়।

রাজ্যের মন্ত্রী এদিন বলেন, ‘যেদিন আমরা প্রার্থী তালিকা প্রকাশ করেছিলাম, সেদিন বলেছিলাম কিছু চেঞ্জ হবে আমার আর সুব্রত বক্সীর সই করা যে তালিকা গেছে সেটাই চূড়ান্ত। আমি দলের হয়ে কাজ করি দলের নির্দেশ অনুযায়ী কাজ করি। তৃণমূল কংগ্রেস মানুষের পরিবার, কর্মীদের পরিবার।’

TwitterFacebookWhatsAppEmailShare

#partha chatterjee, #tmc, #Press Conference

আরো দেখুন