দেশ বিভাগে ফিরে যান

অরুণাচলে তুষারধ্বসের দুদিন পর উদ্ধার হল ভারতীয় ৭ সেনা জওয়ানের মৃতদেহ

February 8, 2022 | < 1 min read

অরুণাচল প্রদেশে যে সাতজন জওয়ান তুষারধসে আটকে পড়েছিলেন, তাঁদের মৃত্যু হয়েছে। মঙ্গলবার তা জানিয়েছে ভারতীয় সেনা। ইতিমধ্যে তাঁদের দেহ উদ্ধার করা হয়েছে।

অরুণাচল প্রদেশের কামেঙ্গ সেক্টরের উঁচু এলাকায় তুষারধসের মুখে পড়েছিলেন ভারতীয় সেনার সাত জওয়ান। দিনকয়েক ধরে যে এলাকার আবহাওয়া দুর্যোগপূর্ণ ছিল। তুষারপাতও হচ্ছিল। সোমবার সেনার তরফে জানানো হয়েছিল, তাঁরা টহলদারি দলের সদস্য ছিলেন। তুষারধসের পর থেকে তাঁদের খোঁজ মিলছিল না। তাঁদের খোঁজে শুরু হয়েছিল উদ্ধারকাজ। নিখোঁজ জওয়ানদের সন্ধানে আকাশপথে বিশেষ দলকে উড়িয়ে আনা হয়েছিল। মঙ্গলবার সেনার তরফে জানানো হয়েছে, সাতজনের উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, শীতের মাসগুলিতে উঁচু এলাকায় টহল দেওয়ার কাজটা বেশ কঠিন। তুষারধসে আগেও একাধিক জওয়ান প্রাণ হারিয়েছেন। ২০২০ সালের মে’তে একটি টহলদারী এবং তুষার পরিষ্কার করা দল তুষারধসের মুখে পড়েছিল। মারা গিয়েছিলেন দুই জওয়ান। গত বছরের অক্টোবরে উত্তরাখণ্ডের মাউন্ট ত্রিশূলে তুষারধসে নৌবাহিনীর পাঁচ আধিকারিক আটকে পড়েছিলেন। একটি অভিযানে গিয়েছিলেন তাঁরা। পরে তাঁদের দেহ উদ্ধার করা হয়েছিল। ২০২০ সালের ফেব্রুয়ারিতে সরকার সংসদে জানিয়েছিল, ২০১৯ সালে সিয়াচেন হিমবাহে তুষারপাত এবং তুষারধসের কারণে মোট ছয়জন জওয়ান মারা গিয়েছিন। দেশের অন্যত্র এই ধরনের ঘটনায় মোট ১১ জন জওয়ান নিহত হয়েছেন।

অরুণাচল প্রদেশে সাতজন জওয়ানের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Arunachal Pradesh, #indian army

আরো দেখুন