রাজ্য বিভাগে ফিরে যান

বিজেপি প্রার্থীকে ভোট দিলে ঘরে ঢুকে মারার হুমকি খোদ দলেরই নেত্রীর, অস্বস্তিতে গেরুয়া শিবির

February 9, 2022 | 2 min read

বিজেপির টিকিট না পেয়ে মঙ্গলবার মাত্র দু’জন কর্মীকে সঙ্গে নিয়েই এলাকায় দাপিয়ে বেড়ালেন এক মহিলা কর্মী। এদিন তিনি দলের পতাকা নিয়ে খড়্গপুর পুরসভার ১০নম্বর ওয়ার্ডে বিজেপির নামে স্লোগান দিয়ে এলাকায় হুমকি দিতে থাকেন। এলাকায় রীতিমতো শাসানির সুরে তিনি জানিয়ে দেন, বিজেপি প্রার্থী মৌসুমি দাসকে ভোট দিলে বাড়ি বাড়ি ঢুকে মারা হবে। আগুন ধরিয়ে দেওয়া হবে। মুহূর্তের মধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ায় শহরে শোরগোল পড়ে যায়। বিভিন্ন জায়গায় চর্চা শুরু হয়। বেবি কোলে নামে ওই নেত্রী বলেন, আমি এই ওয়ার্ডে প্রার্থী হতে চেয়েছিলাম। আমার কাছে পাঁচ লক্ষ টাকা চাওয়া হয়। টাকা দিয়ে আর একজন প্রার্থী হয়েছেন।

এদিন দু’জন কর্মীকে নিয়ে দলের পতাকা হাতে এলাকায় হাজির হন ওই নেত্রী। এরপর একে একে দলীয় প্রার্থীর প্রচারের হোর্ডিং ছেঁড়া শুরু করেন। পা দিয়ে দলের হোর্ডিং ভাঙতেও দেখা যায় তাঁকে। একই সঙ্গে এলাকার বাসিন্দাদের হুমকি দিতে থাকেন। যা দেখে অনেকেই ভয়ে ঘরে ঢুকে যান। ওই নেত্রীকে বলতে শোনা যায়, ‘কেউ মৌসুমিকে ভোট দেবেন না। যদি একটাও ভোট পড়েছে, আগুন লাগিয়ে দেব আমি। একটাও ভোট যেন না পড়ে। যদি ভোট পড়ে আমার থেকে খারাপ কেউ হবে না। মৌসুমিকে ভোট দিলে কেউ ঘরে থাকতে পারবে না।’

ওই মহিলা নেত্রী হুমকি দেন, ‘ এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, বিজেপিকে কেউ একটাও ভোট দিলে ঘরে ঢুকে ঢুকে মারব। বিজেপির ঝান্ডা বাঁধলে নিজের ঘরে থাকতে পারবে না। কেউ যেন ঝান্ডা না বাঁধে।’ তাঁর অভিযোগ, এখানে টাকা নিয়ে দালালদের টিকিট দেওয়া হয়েছে। মণ্ডল সভাপতি ধান্দাবাজি করছেন বলেও তাঁর অভিযোগ। প্রসঙ্গত, দলের এক নেত্রীর অভিযোগের ভিত্তিতে মণ্ডল সভাপতি দীপসোনা ঘোষকে গ্রেপ্তার করেছিল পুলিস।

এদিন ওই নেত্রী প্রকাশ্যে বলেন, ‘এরা কোনওদিন এলাকার উন্নয়ন করবে না। কেউ যদি মৌসুমির সঙ্গে প্রচারে বের হন, তাহলে ঘরে ঢুকে মারব। শেষ করে দেব।’ পরে তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, টাকা নিয়ে প্রার্থী করা হয়েছে। আমি এলাকায় দীর্ঘদিন ধরে দল করছি। আমি প্রার্থী হতে চেয়েছিলাম। আমাকে প্রার্থী করা হল না। এব্যাপারে বিজেপির জেলা সভাপতি তাপস মিশ্র বলেন, উনি একসময় দল করতেন। এখন দলের কেউ নন। তাই উনি কী বললেন এতে আমাদের দলের কিছু যায় আসে না। দলের বিরুদ্ধে দলের কেউ এরকম মন্তব্য করতে পারে না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Controversy, #bjp, #Bengal BJP, #candidate

আরো দেখুন