দেশ বিভাগে ফিরে যান

বাজারে এল ভারতের প্রথম করোনারোধী নেজাল স্প্রে, জানেন কতটা কার্যকর?

February 9, 2022 | < 1 min read

কোভিডের বিরুদ্ধে নয়া হাতিয়ার। ছবি: সংগৃহীত

কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে চলে এল নয়া হাতিয়ার। মুম্বইয়ের একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থার হাত ধরে বাজারে এল কোভিডরোধী নাকের স্প্রে। প্রস্তুতকারক সংস্থার দাবি, এই ওষুধ নাসিকা গহ্বরের মিউকোসা স্তরের উপর ছড়িয়ে পড়ে কোভিড ভাইরাসের বিরুদ্ধে একটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে।

মুম্বইয়ের ‘গ্লেনমার্ক ফার্মাসিউটিকালস’ নামক ওই সংস্থা, কানাডার ওষুধ প্রস্তুতকারক সংস্থা ‘স্যানোটাইজ’-এর সঙ্গে হাত মিলিয়ে তৈরি করেছে ‘ফ্যাবি স্প্রে’ নামক এই ওষুধ। বুধবারই আনুষ্ঠানিক ভাবে ভারতের বাজারে ছাড়া হল ওষুধটি। কিছু দিন আগেই ড্রাগস কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া বা ডিসিজিআই-র পক্ষ থেকে দ্রুততার ভিত্তিতে এই ওষুধের অনুমোদন মিলেছিল বলে খবর।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

ইতিমধ্যেই তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগে সাফল্য পেয়েছে এই নাইট্রিক অক্সাইডের এই স্প্রে। তৃতীয় পর্যায়ের পরীক্ষার ফলাফল অনুযায়ী এই স্প্রে ২৪ ঘণ্টার মধ্যে ৯৪ শতাংশ ও ৪৮ ঘণ্টার মধ্যে ৯৯ শতাংশ ভাইরাল লোড কমাতে সক্ষম বলে দাবি করা হয়েছে সংস্থার বিজ্ঞপ্তিতে। পাশাপাশি এ-ও দাবি করা হয়েছে যে, এই নাইট্রিক অক্সাইড ন্যাসাল স্প্রে না এনওএনএস কোভিড রোগীদের মধ্যে কোনও তীব্র পার্শ্বপ্রতিক্রিয়াও তৈরি করেনি। কোভিডের পাশাপাশি জীবাণুনাশক গুণ সম্পন্ন এই স্প্রে মূলত শ্বাসনালীর উপরের অংশের সংক্রমণ কমাতে ব্যবহৃত হবে বলেই আশা বিশেষজ্ঞদের।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid19, #nasal spray

আরো দেখুন